ভালুক

  • ভালুুকের দেহে দুই স্তরের লোম থাকে। ছোট লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বড় লোম পানি থেকে ত্বক ও ছোট লোমকে রক্ষা করে।

  • একটি সাধারণ আকৃতির ভালুক ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে দৌড়াতে পারে।

  • ভালুকের হৃদস্পন্দন মিনিটে ৪০ বার হলেও তা শীতকালে মিনিটে আটবারে নেমে আসে।

  • মেরু ভালুক কোনো রকম বিরতি ছাড়া ১০০ মাইল সাঁতার কাটতে পারে।

  • মেরু ভালুকের সাদা লোমের নিচে কালো লোম থাকে।

সংগ্রহ: ইসরাত জাহান