‘মন খারাপ হলে গান গাই’ — নাফিসা তাসনীম ইশরাক

ছোটবেলা থেকেই প্রচুর কথা বলতে ভালোবাসে ইশরাক। তবে এতসব কথা শুনে তাকে বাচাল বলার চেয়ে মুগ্ধচিত্তে তার কথা শুনতেই ভালোবাসত সবাই। প্লে গ্রুপে পড়ার সময়ই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিজের মায়ের লেখা এক কবিতা আবৃত্তি করে প্রথম পুরস্কার পায় সে। বিতর্কে নাম লেখানোর কয়েক বছর পরই ২০১৫ সালে সমকাল আয়োজিত বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন আর প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা হয় সে। একই বছর দুর্নীতি দমন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তার দল। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত মা ও শিশু বিতর্ক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতি রাউন্ডেরই শ্রেষ্ঠ বক্তার পুরস্কার ওঠে তার ঝুলিতে। এরপর থেকে বিটিভির বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ইশরাকের যাতায়াত নিয়মিত। ওই বছর আর ২০১৬ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতায় আঞ্চলিকভাবে বিজয়ী হয় ইশরাক। লেখালেখিও করে সে। ২০১০ সালে প্রথম আলোর গোল্লাছুট পাতায় একটি কবিতা দিয়ে শুরু। এক্সিম ব্যাংক-কিশোর আলো মাদকবিরোধী রচনা লেখা প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম পুরস্কার পায় ইশরাক। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোয় মাঝে মাঝেই প্রকাশিত হয় তার লেখা। এ ছাড়া স্কুলের বিতর্ক দলের সর্বকনিষ্ঠ দলনেতা, আন্তশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, জাতীয় গণগ্রন্থাগার মেধা পুরস্কার, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী এবং নিজ স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার মিলে প্রায় অর্ধশত অর্জন আছে ইশরাকের। এত কিছু সামলে পড়ালেখাতেও এগিয়ে সে। পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ইশরাক। চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখা মিষ্টভাষী মেয়েটা অবসর সময়ে গান আর বই নিয়ে থাকতেই ভালোবাসে।

নাফিসার সাক্ষাৎকার

প্রশ্ন :

হ্যারি পটারের জাদুর লাঠি পেলে সবার আগে যা করতে—

দেশ থেকে দুর্নীতি তুলে দিতাম।

প্রশ্ন :

প্রিয় লেখক—

মুহম্মদ জাফর ইকবাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও জে কে রাওলিং।

প্রশ্ন :

প্রিয় বই—

হুমায়ূন আহমেদের মাতাল হাওয়া, মুহম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ।

প্রশ্ন :

স্কুলের প্রিয়-অপ্রিয় যা—

প্রিয়: স্যার ম্যাডামরা অনেক উৎসাহ দেন।

অপ্রিয়: আমাদের ল্যাব তেমন সমৃদ্ধ না।

প্রশ্ন :

যে দুষ্টুমি বেশি করো—

গলা ব্যথা করে জেনেও আইসক্রিম খেয়ে ফেলি।

প্রশ্ন :

এমন যদি হতো—

আলোর গতিতে ছুটতে পারতাম!

প্রশ্ন :

সেরা পুরস্কার—

আমার সাফল্যে আম্মুর মুখে যে হাসি ফোটে, সেটা।

প্রশ্ন :

মন খারাপ হলে কী করো?

গান গাই।

প্রশ্ন :

নিজেকে যে তিনটি শব্দ দ্বারা বিশ্লেষণ করবে—

স্বপ্নবাজ, স্বাধীনচেতা আর ছটফটে।

প্রশ্ন :

জীবনের সবচেয়ে বড় চমক—

একবার কোনো প্রস্তুতি ছাড়াই অঙ্ক পরীক্ষায় ১০০ পেয়েছিলাম।

(কিশোর আলোর সেপ্টেম্বর ২০১৬ সংখ্যায় প্রকাশিত)