মাথায় আঘাত পেলে তারা দেখি কেন?

আকাশ পরিষ্কার থাকলে স্বাভাবিকভাবে রাতে তারা দেখা যায়। কিন্তু মাথায় বেমক্কা আঘাত পেলে দিনের বেলায়ও ফুটকি ফুটকি তারা জ্বলতে দেখা যায়। মনে হয় যেন ফ্লাশ লাইটের আলোয় চোখ ঝলসে গেল। আবার চারদিকে কেমন যেন ফুটকি ফুটকি তারাও ভাসতে দেখা যায়। আর একেই বোধ হয় বলে সরিষার ফুল দেখা। এ অভিজ্ঞতা সবারই কমবেশি আছে। কিন্তু চোখে বা মাথায় আঘাত পেলে আমাদের এ রকম অভিজ্ঞতা হয় কেন?

বস্তু থেকে বাইরের আলো আমাদের এসে চোখে পড়ে। ভালোভাবে বললে চোখের লেন্স ভেদ করে পেছনের রেটিনায় পড়ে। রেটিনায় আছে আলোসংবেদী লাখ লাখ কোষ। এ কোষ রড (rod) ও কোন (cone) নামে দুভাগে বিভক্ত। রড কোষ রাতের বেলা বা অন্ধকারে দেখার কাজ করে। আর কোনো কোষ দিনের আলোতে ভালোভাবে কাজ করে। যা-ই হোক, রেটিনা পড়া সেই আলো তরঙ্গে রূপান্তরিত হয়ে আমাদের মস্তিষ্কে সংকেত পৌঁছায়। তবে রেটিনায় উল্টো প্রতিবিম্ব পড়লে অজানা কারণে আমরা বস্তুর সোজা ছবি দেখতে পাই। এভাবেই আমরা কোনো বস্তুকে দেখতে পাই।

চোখ থেকে এ সংকেত পৌঁছে দেওয়ার কাজ করে অপটিক নার্ভ। অনেকটা ইন্টারনেট কেবলের মতো। কিন্তু চোখে বা মাথায় জোরালো আঘাত পেলে অপটিক নার্ভ তার কাজ ঠিকমতো করতে পারে না। এতে মস্তিষ্কে এ সংকেত পৌঁছাতে বাধা পায়। ফলে এই সংকেত জোরালো আলোয় রূপান্তরিত হয়ে কিছু সময়ের জন্য আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। যার ফলে চারদিকে তারা জ্বলতে দেখা যায়।