র‌্যান্ডির ফেসবুকবিরোধী বই

র‌্যান্ডি জাকারবার্গ—নামটা নিশ্চয়ই আগেও শুনেছ। র‌্যান্ডি হলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন। ফেসবুকের সাবেক মার্কেট ডেভেলপমেন্ট-প্রধান ও মুখপাত্র র‌্যান্ডির লেখা একটা বই আছে ছোটদের জন্য। ২০১৪ সালের নভেম্বরে প্রকাশিত বইটির নাম ডট। ছোটদের ফেসবুক, ইন্টারনেট ও গ্যাজেট ব্যবহারের আদবকেতা নিয়ে লেখা একটা গল্প আছে এতে।

র‌্যান্ডি জাকারবার্গ

বইটির প্রধান চরিত্রের নামও ডট। ছোট্ট ডটকে ঘিরে লেখা এই গল্পে র‌্যান্ডি আকারে-ইঙ্গিতে ফেসবুকের ‘অপকারিতা’ সম্পর্কেই লিখেছেন! ‘এই বই পড়িলে আরও জানিতে পারিবে’—ফেসবুক বা ভার্চুয়াল জগতের চেয়ে বাস্তবের পৃথিবীটা হাজারো গুণে সুন্দর, উপভোগ্য। আমরা এখন কী করি? বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করি, ঘুরতে গিয়ে কোথায় সুন্দর দৃশ্য দেখে ‘আহা! উহু!’ করব তা নয়, ধুমসে সেলফি তুলি। ফলে বাস্তবের আনন্দ আর আমাদের ছুঁয়ে যায় না; বরং ফেসবুকের লাইকই হয়ে ওঠে পরম আরাধ্য। র‌্যান্ডি তাঁর বইয়ে এসবই বলেছেন। কথা হচ্ছে, বইটা লেখার পর ভাই মার্কের সঙ্গে তাঁর ঝগড়া বাধেনি তো?

(কিশোর আলোর আগস্ট ২০১৪ সংখ্যায় প্রকাশিত)