লাল জামা পরা টম

টম স্কট

এই মহামারিতে ইন্টারনেট সবারই নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ইন্টারনেটে আমিও শিখেছি অনেক কিছু। বিচিত্র মানুষের খোঁজ পেয়েছি আমি। তাঁদের মধ্যে বিশেষ একজন ব্রিটিশ ইউটিউবার টম স্কট।

একদিন দেখি, আমার ভাই শুধুই একরঙা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করতেই ভাই বলল, সে নাকি টম স্কটের মতো ‘ব্র্যান্ড’ চায়। কৌতূহলী হয়ে আমি টম স্কটের ভিডিও দেখা শুরু করলাম। খেয়াল করলাম, লোকটি সব সময় একটি লাল টি-শার্ট পরে। লাল টি-শার্টটি নাকি এই ভাষাবিদ ও বিজ্ঞানীর সিগনেচার জামা।

টম স্কট পড়াশোনা করেছেন ভাষা নিয়ে। তাই হয়তো তিনি এত গুছিয়ে যেকোনো ঘটনার বর্ণনা দিতে পারেন। নইলে সামান্য মাইক্রোওয়েভের আবিষ্কার নিয়ে ১২ মিনিটের একটি ভিডিও দেখার জন্য কেউই আগ্রহী হতো না। এই ভিডিও সারা বিশ্বে দেখা হয়েছে ৩০ লাখের বেশিবার।

টম স্কটের ভিডিও নিয়ে বলতে গেলে তাঁর তৈরি করা অন্যতম মজার ভিডিওটির প্রসঙ্গ তো আনতেই হবে। প্রায় এক বছর আগে এই ব্রিটিশ ইউটিউবার তার টুইটারে একটি পোল গঠন করেন। সেই পোলে সাত হাজার জিনিসের নাম দিয়ে মানুষের ভোটের মাধ্যমে সেরা জিনিসটি বের করেন টম। ১২ লাখের বেশি মানুষ সেই পোলে অংশগ্রহণ করে। আর এর ফলাফল ছিল অবাক করার মতো। এ ব্যাপারে টম ‘পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসটি কী’ নামে একটি ভিডিও প্রকাশ করেন। আমার মতে, এই ভিডিও টম স্কটের সবচেয়ে সেরা ভিডিও।

টম স্কট ছোটখাটো ভিডিও বানানো ছাড়াও বিভিন্ন গেম শোও উপস্থাপনা করেন। লাল টি-শার্ট পরা, সাদা চুলের লোকটি আমার অনেক বড় অনুপ্রেরণা। একদিন টম স্কটের মতো প্রাণবন্তভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারব, আমারও তেমনই ইচ্ছা।

লেখক: সপ্তম শ্রেণি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা