লুকোচুরি মানব

জুল ল্যামবার্ট, ডিসকভারি চ্যানেলের ‘ম্যানহান্ট’ একটি অনুষ্ঠানের তারকা। মার্কিন নেভি সিল থেকে ভালোভাবে প্রশিক্ষিত। তিনি বিভিন্ন দেশে গিয়ে সে দেশের দক্ষ শিকারি, হান্টার, স্পেশাল ফোর্সকে চ্যালেঞ্জ জানান। তাদের কাছে ৩৬-৪৮ ঘণ্টা থাকে জুলকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে জুলকে সেই সময়ের মধ্যে পৌঁছাতে হয় নির্দিষ্ট গন্তব্যস্থলে।

জুলের জন্ম হয় ওয়াশিংটন ডিসির অদূরে একটি ছোট শহরে। তাঁর শৈশব বেপরোয়াভাবে কাটলেও তিনি জীবনের লক্ষ্য সম্পর্কে ভালোই জানতেন।

১৯৯৮ সালে জুলের বয়স যখন ২২, তিনি মার্কিন নেভিতে যোগদান করেন এবং সফলতার সঙ্গে আফগানিস্তান ও কসোভোতে শান্তিরক্ষায় যুদ্ধ করেন। তিনি ২ ও ৪ নম্বর সিল টিমের সদস্য ছিলেন। তাঁর শেষ আফগানিস্তান ভ্রমণের পর তিনি কিছুদিন ‘মাস্টার ট্রেইনার স্পেশালিস্ট’ ছিলেন। ‘ম্যানহান্ট’ শোতে অনেক প্রশিক্ষিত নেভি সিল আবেদন করেন এবং জুল সেখানে নির্বাচিত হন। এই শোতে তাঁকে বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে হয়েছে। কখনো প্রাকৃতিক সমস্যা, কখনো কৃত্রিম সমস্যা। যেমন: দক্ষিণ কোরিয়ায় KNPC পাঁচ হাজারের বেশি CCTV ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আবার আফ্রিকায় তাঁকে সিংহের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছিলেন।

এই শোতে কখনো তিনি, কখনো বা হান্টার ফোর্স জয় পেয়ে থাকে। তুখোড় উপস্থিত বুদ্ধিসম্পন্ন এই মানুষটি এখন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষের কাছে একজন আইকন।