সমালোচিত ও জনপ্রিয়তম

এনিড ব্লাইটন—দুনিয়াজুড়ে শিশু-কিশোর পাঠকদের অন্যতম প্রিয় নাম। ব্রিটিশ এই লেখিকা লিখেছেন ছয় শর বেশি বই। বিক্রি হয়েছে ছয় শ মিলিয়ন কপি। এখনো বিক্রি হচ্ছে ধুমসে। আর তাঁর লেখা বই অনূদিত হয়েছে প্রায় ৯০টি ভাষায়। বিশেষ করে ‘দ্য ফেমাস ফাইভ’ ও ‘সিক্রেট সেভেন’ সিরিজের বইগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী। এত কিছুর পরও এনিড ব্লাইটনকে অনেক সমালোচকই পাত্তা দিতে চাননি! তাঁদের ভাষায়, এনিডের লেখায় নাকি ‘সাহিত্যগুণের’ বড় অভাব! এ ছাড়া শিশু-কিশোরদের মাত্রাতিরিক্ত স্বাধীনতা, বর্ণবাদ, ভিনদেশিদের সম্পর্কে অহেতুক ভয় বা ঘৃণা, অভিজাততন্ত্রের মতো অনেক অভিযোগের তির ছুড়ে দেওয়া হয়েছিল তাঁর দিকে। খুব শক্ত মানসিকতার ছিলেন বলেই হয়তো এসব সমালোচনা গায়েই মাখেননি এনিড।