সাইক্লিস্টের আদবকেতা

১. সাইক্লিস্টের নিরাপত্তার জন্য

  • অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে

  • সম্ভব হলে গ্লাভস পরতে হবে

  • নতুন সাইক্লিস্টদের জন্য কনুই/হাঁটুর গার্ড জরুরি

  • খুব ঢিলেঢালা প্যান্ট, স্লিপার পরিহার করা উচিত

  • সাইকেল চালানোর সময় হেডফোনে গান শোনা উচিত নয়

  • বেল ব্যবহার করা উচিত

  • সাইকেলের প্রাথমিক সারাই করার জন্য সম্ভব হলে একটি পাম্পার, প্যাচকিট এবং এক্সট্রা টিউব সঙ্গে রাখা যেতে পারে। এগুলো খুব সহজেই একটা ছোট ব্যাগে নেওয়া যাবে।

রাতের জন্য

  • হেডলাইট রাখতে হবে

  • টেইললাইট/ব্লিংকার রাখতে হবে

  • উজ্জ্বল রঙের জামাকাপড় পরতে হবে

২. সাইকেল চালানোর সময় খেয়াল রেখো

  • ব্রেক এবং আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক আছে কি না, তা নিশ্চিত হয়ে তবেই সাইকেল নিয়ে বেরোতে হবে

  • রাস্তাঘাট, ট্রাফিক ও অন্য যানবাহন সব লক্ষ করা এবং তোমাকেও যেন অন্যরা দেখতে পায় সেটা নিশ্চিত করা

  • একইভাবে অন্য যানবাহনের সিগন্যাল, হর্ন শুনতে হবে এবং প্রয়োজনে অন্য বাহন, পথচারীকে বেল/সিগন্যাল দিতে হবে

  • রাস্তার উল্টো দিকে ব্যবহার করা যাবে না

  • ট্রাফিক আইন মেনে রাস্তার বাঁ পাশ ব্যবহার করতে হবে

  • ডানে-বাঁয়ে যাওয়ার আগে ভালোমতো সিগন্যাল দিতে হবে। কোনোভাবেই হঠাৎ করে বাঁক নেওয়া যাবে না। প্রয়োজনে অপেক্ষা করো এবং নিশ্চিত হও অন্য চালকেরা তোমার সিগন্যাল দেখেছে

  • চালানোর সময় কোনোভাবেই গান শোনা, ফোনে কথা বলা, ছবি তোলা যাবে না

  • জোরে চালানো কিংবা অন্য সাইক্লিস্ট বা অন্য বাহনের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত নয়

  • ব্যস্ত রাস্তায় বা অন্যের অসুবিধা করে কোনা স্ট্যান্ট বা চলাচল করা যাবে না

  • ফুটপাতে পথচারীদের অধিকার আগে, সাইকেল নিয়ে ফুটপাতে চালানো যাবে না

লেখক: মডারেটর, বিডিসাইক্লিস্টস