গোয়েন্দা কাহিনিতে অপরাধী ধরতে হাতের ছাপের গুরুত্ব কে না জানে। তাই ঝানু অপরাধীরা হাত বা আঙুলের ছাপ নিয়ে সদাসতর্ক। কিন্তু সাধারণ বা ভালো মানুষের কিন্তু এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। তুমিও যদি অপরাধী না হয়ে থাকো, তাহলে হাতের ছাপ দিয়ে মজার কিছু খেলা খেলতেই পারো। এই যেমন তুলি ছাড়াই আঁকতে পারো দারুণ সব ছবি। বিশ্বাস হচ্ছে না, তাই তো! তাহলে নিচে তাকাও। নিচের সব ছবিই আঙুলের ছাপ দিয়ে আঁকা হয়েছে।
খুদে মানুষ
আঙুলের ছাপ দেওয়ার পর, কলম দিয়ে ইচ্ছেমতো চোখ, মুখ, নাক, হাত-পা এঁকে দাও।
চাকরি আর শখ
আঙুলের ছাপ দিয়ে তার সঙ্গে কাপড় আর অন্যান্য জিনিস এঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আঁকতে পারো।
চুলের বাহার
এখানে বিভিন্ন রকম চুলের সাজ আর অভিব্যক্তি দিয়ে কয়েকটি চেহারা ফুটিয়ে তোলা হয়েছে।
কীভাবে আঁকবে
নিচে আঙুলের ছাপ দিয়ে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এমন করে আঁকতে চাইলে একটি পুরোনো থালা বা বাটিতে কয়েক রকম রং ছড়িয়ে নাও। এরপর তোমার হাতের আঙুলে আলতো করে রং লাগিয়ে একটু টুকরো কাগজে আঙুল চেপে ধরো। সাবধান! ঘরের দেয়ালে বা অন্য কোথাও কিন্তু এই রং লাগানো যাবে না।
আবারও খুদে
আগের নিয়মেই এখানে আরও কিছু খুদে মানুষ আঁকা হয়েছে।
আরও পেশাজীবী
আগের নিয়মেই আরও পেশাজীবী মানুষ আঁকা হয়েছে।
আরও চুলের বাহার
আগের নিয়মে আঁকা আরও চুলের সাজসজ্জা দেখো। সেই সঙ্গে মুখের ভাব বিভিন্ন রকম।