মস্তিষ্কে ব্লক পাজল

ছবিতে দেখো, একটা পাজল ব্লক। এই যে ১, ২, ৩ লেখা ঘরগুলো আছে, মনে করো এগুলো সরানো যায়। তোমার কাজ হলো এগুলো সরিয়ে ওপর থেকে নিচে ১, ২, ৩ মেলানো। কিন্তু এটা তো শুধু ছবি। এখানে তো আর সরানো যাবে না। মস্তিষ্কের মধ্যেই মেলাতে হবে। মিলিয়ে বলতে হবে, সবচেয়ে কম কতবার সরিয়ে মেলানো সম্ভব। মনে রেখো, সরানো বলতে একটি ব্লক এক দিকে এক ঘর সরানো বোঝায়।

উত্তর

৯ বার