এক মা তার শিশুকে কোলে নিয়ে ওজন (প্রকৃতপক্ষে ভর) মাপার যন্ত্রে উঠল। উঠে দেখে তাদের মিলিত ওজন ১৭০ পাউন্ড। দেখে তো তার চক্ষু ছানাবড়া। হঠাৎ খেয়াল করলেন, তার পোষা কুকুরটাও উঠে গিয়েছিল যন্ত্রের ওপরে।
যদি, মায়ের একার ওজন বাকিদের ওজনের সমষ্টির চেয়ে ১০০ পাউন্ড বেশি হয় এবং কুকুরটির ওজন শিশুর চেয়ে ৬০ শতাংশ কম হয়, তাহলে শিশুর ওজন কত?
উত্তর
১০০ পাউন্ড বেশি হওয়ায় মায়ের ওজন ১৩৫ পাউন্ড আর বাকিদের মিলিয়ে ৩৫ পাউন্ড। শিশুর ওজন + শিশুর ওজনের ৪০ শতাংশ = ৩৫ পাউন্ড। সুতরাং শিশুর ওজন ২৫ কেজি।