তারিখ সমীকরণ

একটা তারিখ লেখার সময় আমরা সাধারণত বছরের প্রথম দুটি অঙ্ক লিখি না। যেমন ২০১৩ সালের ৪ সেপ্টেম্বরকে লেখা হয় ৪/৯/১৩। এখানে খেয়াল করে দেখো, ৪+৯ = ১৩। যদি মাস আর দিনের সংখ্যাটার যোগফল সালের সংখ্যার সমান হয়, তখন তাকে তারিখ সমীকরণ বলে। তোমাদের জন্য দুটো সমস্যা। প্রথমত, একবিংশ শতাব্দীর শেষ তারিখ সমীকরণ কত তারিখে ছিল? দ্বিতীয়ত, এ শতাব্দীতে সর্বমোট কটি তারিখ সমীকরণ রয়েছে?