একটি মরদেহ এবং একটি চিরকুট

রহিম সাহেব খুন হয়েছেন। তাঁর স্ত্রী সুহানা বলছেন, ভোরবেলায় কোনো দুর্বৃত্ত তাঁর বুকে ছুরি মেরে চলে গেছে। যাওয়ার সময় রহিম সাহেবের অফিসের কিছু কাগজপাতি খুঁজে নিয়ে গেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, কিন্তু রহিম সাহেবের অফিসের বসের কাছে ঘটনাটি খুব একটা যুক্তিযুক্ত ঠেকছে না। তাঁর অফিস যাতে ভুলভাবে ফেঁসে না যায়, তাই তিনি একজন প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ দিলেন। তিনি রহিম সাহেবের বাসায় খোঁজাখুঁজি করে একটি চিরকুট পেলেন। সেখানে লেখা ছিল,

‘4,3:8,1:_: 9,1:2,1:7,4:_: 7,4:8,2:4,2:2,1:6,2:2,1:!’

ডিটেকটিভ চিরকুট পেয়েই পুলিশকে ফোন দিতে গেলেন, নম্বর প্যাড খুলতে না খুলতেই তাঁর মাথায় খেলে গেল এবং তিনি বুঝে ফেললেন কী লেখা চিরকুটে। তোমরা কি বলতে পারবে?

উত্তর

৪, ৩ অর্থ মোবাইলের কি–প্যাডের ৪ নম্বরের ৩ নম্বর লেটার, অর্থাৎ i ; পুরোটা এভাবে অনুবাদ করলে দাঁড়াবে It was Suhana!