এক দেশে খুবই দরিদ্র এক লোক বাস করত। তার ছিল খুব সুন্দর এক হাঁস। হাঁসটা লোকটার খুব প্রিয় ছিল। হঠাৎ একদিন বলা নেই, কওয়া নেই সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করল। সে লোক তো সোনার ডিম পেয়ে মহাখুশি। প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পাড়ে আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকল। অল্প দিনেই লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল। কিন্তু এর ফলে লোকটার টাকাপয়সার অভাব কমল না। বরং তার টাকাপয়সার চাহিদা বেড়ে গেল। সে দিন দিন আরও লোভী হয়ে উঠল।
একদিন লোকটা ভাবল, আচ্ছা! হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে, তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে। তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়ার চেয়ে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব। এ রকম ভেবেই লোভী লোকটা তার প্রিয় হাঁসটিকেও মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হলো না। সেদিনই হাঁসটির পেট কেটে ফেলল সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য।
কিন্তু একি! লোভী লোকটা হাঁসের পেট কেটে দেখে, সেখানে আর কোনো ডিম নেই। তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কিছু করার রইল না। বেশি লোভ করলে তো এ রকম হবেই। তোমরা কী বলো?