পথনির্দেশক চালাকু

চালাকুদের বাড়ির গ্যারেজ ভাড়া নিয়েছেন এক পড়শি। নতুন ড্রাইভিং শিখেছেন। গ্যারেজের ঠিক সামনে একটা খাম্বা বড্ড বেকায়দায় খাড়া হয়ে আছে। খাম্বাটাকে এড়িয়ে গ্যারেজে গাড়ি ঢোকাতে হবে বেশ কসরত করে। সাহায্য দরকার। ডাক পড়ল চালাকুর।

‘চালাকু, দ্যাখো তো গাড়িটা খাম্বায় লাগে কি না?’

‘আচ্ছা’ বলে পথনির্দেশ দিতে লাগল চালাকু।

‘ডানে।’

‘বামে।’

‘এবার সোজা।’

‘আরেকটু বামে।’

‘হলো না!’

‘ইশ্‌, একটুর জন্য মিস হয়ে গেল। এবার ডানে। এই তো শাবাশ!’

হঠাৎ...

গাড়িটা গিয়ে সোজা ধাক্কা মারল খাম্বায়।

নতুন গাড়ি। ভীষণ রেগে গাড়ি থেকে বেরিয়ে এলেন ভদ্রলোক। ‘তোমাকে না বললাম খাম্বায় লাগে কি না দ্যাখো!’

চালাকু জবাব দিল, ‘এই যে খাম্বায় লাগিয়ে দিয়ে ছাড়লাম!’