শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

  • গল্প
  • কবিতা
  • কমিকস
  • সাক্ষাৎকার
  • খেলা
  • ফিচার
  • বিনোদন
  • জীবনযাপন
  • চিঠিপত্র
  • আরও
গল্প

অণুগল্প

প্রশ্ন

আদনান মুকিত
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৫: ০০

শহরে বেশ কিছু পার্ক তৈরি করেছে সিটি করপোরেশন। বিকেলে পার্কে বসে সময় কাটাতে আমার ভালোই লাগে। আজ অবশ্য কোনো বেঞ্চ খালি নেই। কোনার দিকে যে বেঞ্চটায় আমি বসি, সেখানে বসে আছে একটা ছেলে। ওর পাশেই বসে পড়লাম। কুশল বিনিময় শেষে জিজ্ঞাসা করলাম,

‘তোমার বাবা কী করেন?’

‘বাবা ডাক্তার।’ উত্তর দিল ছেলেটি।

‘আর মা?’

‘মা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।’ আমার ভেতরটা কেঁপে উঠল। এত ছোট একটা ছেলে…আহা রে! দ্রুত সামলে নিয়ে বললাম,

‘ওহ, আই অ্যাম সরি।’

‘সরি বলছেন কেন?’ ছেলেটির পাল্টা প্রশ্ন। ‘মঙ্গল গ্রহে চাকরি করতে যাওয়া কি খারাপ কিছু?’

তাৎক্ষণিক কোনো জবাব খুঁজে পেলাম না আমি।

গল্প থেকে আরও পড়ুন
  • অণুগল্প কিআ
  • ১০০ তে ১০০
  • কিআ গল্প
  • গল্প কিআ
মন্তব্য করুন