শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

  • গল্প
  • কবিতা
  • কমিকস
  • সাক্ষাৎকার
  • খেলা
  • ফিচার
  • বিনোদন
  • জীবনযাপন
  • চিঠিপত্র
  • আরও
গল্প

অণুগল্প

চরিত্রহীন

মো. সাইফুল্লাহ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৫: ০০

আলম তরফদারের প্রচণ্ড মেজাজ খারাপ।

এবারের ঈদে তিনি একটা ভূতের নাটক বানাবেন ভেবেছিলেন। কিন্তু মূল চরিত্রে যে নতুন ছেলেটাকে নেওয়া হয়েছে, তার অভিনয় কিছুতেই জুতসই হচ্ছে না। ছেলেটা থিয়েটারে কাজ করেছে, পরিশ্রমী, আগ্রহ আছে। অথচ ক্যামেরার সামনে তার কী যেন হয়ে যায়!

গত রাতে শুটিংয়ের সময় ছেলেটার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছেন আলম। এখন মন খারাপ লাগছে। এতটা না বললেও হতো।

হঠাৎ একটা দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরের ভেতর। কেমন একটা হিসহিস শব্দ। মনে হলো, ঘরের মধ্যে আরও কেউ আছে।

‘কে? কে ওখানে?’ আলম কাঁপা গলায় বললেন।

কানের কাছে কে যেন ফিসফিস করে উত্তর দিল, ‘স্যার...আপনি না চরিত্রে ঢুকতে বলেছিলেন! আমি ঢুকে পড়েছি।’

গল্প থেকে আরও পড়ুন
  • অণুগল্প কিআ
  • ১০০ তে ১০০
  • কিআ গল্প
  • গল্প কিআ
মন্তব্য করুন