শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

  • গল্প
  • কবিতা
  • কমিকস
  • সাক্ষাৎকার
  • খেলা
  • ফিচার
  • বিনোদন
  • জীবনযাপন
  • চিঠিপত্র
  • আরও
গল্প

অণুগল্প

লাইক

মো. সাইফুল্লাহ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৫: ০০

আমি মারা গেছি দুদিন হলো।

এখন যেহেতু অফিস-খাওয়া-ঘুমের ঝক্কি নেই, আমি নিশ্চিন্তে পরিচিতজনদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। আমার অনুপস্থিতিতে কে কী বলছে, কে কাঁদছে, কে কতখানি মিস করছে...দেখি। ভালোই লাগে।

এক বড় ভাইকে দেখলাম, আমাকে নিয়ে স্মৃতিচারণা করে বিশাল এক স্ট্যাটাস লিখেছেন। আবেগঘন।

ভাইয়ের ঘরের আলমারির ওপর পা ঝুলিয়ে বসে আমি তার কাণ্ডকীর্তি দেখছিলাম। স্ট্যাটাস লিখে বেচারার সে কী উত্তেজনা! একটু পরপর দেখছিলেন, কটা লাইক হলো।

আহা রে! বেঁচে থাকলে আমিও একটা লাইক দিতে পারতাম।

গল্প থেকে আরও পড়ুন
  • অণুগল্প কিআ
  • ১০০ তে ১০০
  • কিআ গল্প
  • গল্প কিআ
মন্তব্য করুন