আমরা সবাই রাজা

রাজা ভাবলেন, সবার মতোই তারও তো সাধারণ দুই চোখ। দুপাশে সাদা, মাঝখানে কালো। এ–ই দিয়ে দেখা! সবাই যা দেখে, তিনিও শুধু তা-ই দেখেন। এমন সাধারণ জিনিস রাজার হলে চলবে?

রাজা ঠিক করলেন, তার চোখ হবে হীরকের। সবচেয়ে দামি পাথর। সবার চেয়ে আলাদা। রাজা বললেন, ‘এই কে আছিস? নিয়ে আয় নকশাকাটা হীরকচোখ।’ পড়ে গেল হুলুস্থুল! রাত ফোরানোর আগেই রাজার চোখে বসল হীরকপাথর।

রাজা চোখ মেললেন।

অন্ধকার। কিচ্ছু দেখা যায় না।

রাজা ভেবে বললেন, রাজ্যে সবাইকে হীরকচোখ লাগিয়ে দাও। এত দিন সবার চোখের মতো রাজার চোখ ছিল; আজ থেকে রাজার চোখের মতো হবে সবার চোখ। কারণ, আমরা সবাই রাজা আমাদের এই হীরক রাজত্বে!