শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

  • গল্প
  • কবিতা
  • কমিকস
  • সাক্ষাৎকার
  • খেলা
  • ফিচার
  • বিনোদন
  • জীবনযাপন
  • চিঠিপত্র
  • আরও
গল্প

অণুগল্প

দূরের সুর

লেখা:
কিঙ্কর আহ্‌সান
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১১: ০০

সাদি হাউমাউ করে কাঁদছে। পৃথিবীতে কবি, চিত্রশিল্পী, গায়ক নেই অনেক অনেক দিন। হয় না বানানো সিনেমা, লেখা হয় না উপন্যাস। বিজ্ঞানের প্রয়োজনীয়তা বুঝে অতি গুরুত্ব দিয়ে অবহেলা করেছে শিল্পসাহিত্যকে মানুষেরা। জীবন সহজ হয়েছে ঠিক, কিন্তু মনের ভাব প্রকাশ করতে গিয়ে শব্দ খু্ঁজে পায় না মানুষ আর। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে চাঁদের আলো দেখে প্রবলভাবে মুগ্ধ হয়ে কিছু বলতে চায় সাদি এই মুহূর্তে। বুকের ভেতরে টের পাওয়া যায় ছটফটানি। শব্দের অভাবে কিছু বলতে না পেরে কষ্টের কারণে কাঁদতে থাকে সাদি। গানহীন পৃথিবীতে এই কান্নাই বিষাদের সুর হয়ে বাজে!

গল্প থেকে আরও পড়ুন
  • অণুগল্প কিআ
  • ১০০ তে ১০০
  • কিআ গল্প
  • গল্প কিআ
মন্তব্য করুন