বিচার

ইঁদুর-ময়ূরের বিচার বসেছে। বিচারক হাতি। ইঁদুর আবার হাতির বন্ধু। উকিল কাঠবিড়ালি বলল, জমি থেকে ধান চুরির ব্যাপারে ময়ূর কিছুই জানে না। আকাশে মেঘ আসায় ময়ূর তখন নাচছিল; চুরিটা নেংটিই করেছে।

হাতি বলল, মেঘ আসায় ময়ূর নাচছিল। তাতে কিন্তু বৃষ্টি হতে পারত। বৃষ্টি হলে বন্যা হতো। বন্যা হলে জমিতে পানি ঢুকত। পানি ঢুকলে ধানগুলো নষ্ট হতো। তাই ইঁদুর ধান চুরি করে ধানগুলোকে রক্ষা করেছে...ইঁদুর বেকসুর খালাস! আর ময়ূর যেন নাচতে না পারে, এ জন্য মেঘের আসার ওপর জারি হলো নিষেধাজ্ঞা।

ময়ূর বলল, মেঘ না এলে, বৃষ্টি না হলে দুর্ভিক্ষ হবে জনাব!

হাতি বলল, ‘তখন ইঁদুরের চুরিই তো আমাদের কাজে লাগবে!’