লোকটি হাসতে ভালোবাসত। সারাক্ষণই তার মুখে থাকত হাসি। চারপাশের মানুষকেও হাসি–তামাশায় মাতিয়ে রাখত সে।
এক রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেল লোকটা। মহল্লার পাশের কবরস্থানে দাফন করা হলো তাকে। কিন্তু হাসি থামেনি তার। নির্জন অমাবস্যা রাতে কবর থেকে এখনো তার হাসির শব্দ শোনা যায়।