পাহারা

লেখা: অ্যারন হ্যাম্পটন | অনুবাদ: গোলাম মমীত

ছোটবেলায় আমি দুঃস্বপ্ন দেখতাম। ঘুমের ঘোরে চিৎকার করতাম রাক্ষসদের ভয়ে। একসময় তো ঘুমানোই বন্ধ করে দিলাম। এরপর চাকরি চলে যাওয়ায় বাসায় এলেন আমার ছোট চাচা। উনি ঘুমাতেন ঠিক আমার পাশের ঘরে। রাতের বেলা আমার কপালে হাত বুলিয়ে বলতেন, ‘রাক্ষসরা কিচ্ছুটি করবে না। আমি পাহারা দিচ্ছি।’

শান্তিতে ঘুমাতাম আমি। ভরসার আনন্দে চোখে পানি এসে যেত।

কিন্তু কিছুদিন পরেই চাচার নতুন চাকরি হলো। চাইলেই সুন্দর একটা বাসা ভাড়া করে চলে যেতে পারতেন তিনি। আমা কাটাদতে হতো নির্ঘুম রাত। কিন্তু চাচা থেকে গেলেন পাশের ঘরে। আব্বু-আম্মু কারণ জিজ্ঞেস করতেই মুচকি হেসে বললেন, ‘প্রতি রাতে পাহারা দিতে হয়।’