পারুর মেঘ

কী এক অদ্ভুত খেলা প্রকৃতির! এই তো কিছুক্ষণ আগেই কী সুন্দর সাদা মেঘের আকাশ ছিল। হঠাৎ সময় যেতেই ঘন কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ। বৃষ্টিভেজা শীতল বাতাস শিহরণ জাগায় পারুর মনে। পারুর ইচ্ছা করে হাত বাড়িয়ে মেঘগুলোকে ধরতে। মেঘের দিকে হাত বাড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করে ও। সামলাতে না পেরে হুইলচেয়ারসহ পড়ে যায় পারু। বৃষ্টি নামে। বৃষ্টির ফোঁটা বারান্দার গ্রিলে লেগে ছিটকে পড়ে পারুর মুখে। কী অদ্ভুত এই প্রকৃতি!