টোপ

শূন্যে ভেসে আছে টোপটা। চকচক করছে।

আশপাশে যারা চলছিল, দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল।

কেউ কেউ চলতি পথে থামল হঠাৎ। টোপটার কাছে এগিয়ে গেল। চুপচাপ অপেক্ষা করল কিছুক্ষণ। তারপর, কী ভেবে ডানে-বাঁয়ে মাথা নাড়াতে নাড়াতে চলে গেল।

চকচকে স্বর্ণমুদ্রা—এত নিকটে? লোভ সামলাতে পারল না সে।

প্রয়োজন নেই; তবুও এমন সহজ সুযোগ কি হাতছাড়া করবে?

দ্বিধা-সংকোচ-ভয় কাটিয়ে হাত বাড়াল। শূন্যে ভাসতে থাকা স্বর্ণমুদ্রাটি স্পর্শ করতেই, চোখের পলক ফেলার আগেই আটকে গেল হাতটি; হাতকড়ায়।

পরক্ষণেই ঝপাৎ!

হ্যাঁচকা টানে নদীতে গিয়ে পড়ল লোভী মানুষটি। ডুবে গেল নিমেষেই।

গভীর জলে, খুশিতে লাফিয়ে উঠল বড়শি হাতে থাকা মাছটি: হুর রে, আরেকটা বড় মানুষ ধরেছি!