বিজ্ঞান কল্পগল্প ‘দিব্যজ্যোতি’

অলংকরণ: রেহনুমা প্রসূন

ডা. ফারাজের চোখে যেন রাজ্যের বিষণ্নতা ভর করেছে।

‘ওকে এভাবে রাখাটা কি খুবই প্রয়োজন?’

কথাটা বলার পর বুঝলেন, উলুবনে মুক্তা ছড়ানো হয়েছে। যাদের উদ্দেশে কথাটা বলা হয়েছে, তারা হুকুমের দাস মাত্র। তাদের কর্তব্য তারা পালন করে একদম ভাবলেশহীনভাবে। সেনাবাহিনীর কোনো সৈনিকের চোখে কখনো আবেগের ছিটেফোঁটাও দেখেননি ডা. ফারাজ। ‘অপ্রয়োজনীয়’ এবং ‘মানবসভ্যতার প্রতি হুমকিস্বরূপ’ আবেগকে এই নতুন যুগে এসে দমিয়ে ফেলা যায়। ‘প্রজেক্ট ডায়মন্ড পলিশ’-এর ব্যাপারে বেশ ভালোভাবে ওয়াকিবহাল ডক্টর। গোপন রিসার্চ ফ্যাসিলিটিতে আবেগ কেটে ফেলে দেওয়ার ব্যাপারে নিরন্তর গবেষণা চলেছে এই প্রজেক্টে। এর কারিগর মূলত জেনারেল জোরো। আবেগকে একধরনের পিছুটান মনে করেন উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তা।

‘আমি তৈরি।’ দীর্ঘনিশ্বাস ফেলে বললেন ডা. ফারাজ।

তিনি জানতেন, এই দুটো শব্দ বলা মাত্রই নড়ে উঠবে সৈনিকদ্বয়। হলোও তাই। তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল একজন বন্দী। হঠাৎ দেখলে সেই বন্দীকে কোনো সাইবর্গ মনে হওয়াটা বিচিত্র নয়। নগ্ন বুক আর পেটের কিছু অংশ কেবল দেখা যাচ্ছে। মাথায় পরানো বিশাল এক হেলমেট–সদৃশ আচ্ছাদন, যা বাইরের জগতের কোনো কিছু শোনা বা দেখা থেকে বিরত রেখেছে বন্দীকে। হাত আর পায়ে পরানো হয়েছে অদ্ভুতদর্শন বেড়ি। হঠাৎ দেখলে পুরু ধাতুর তৈরি দস্তানা আর বুট মনে হতে পারে। তবে এই বন্ধনগুলোকে হেলাফেলা করার সুযোগ নেই। দুই দিক থেকে দুটি বিশাল সেমিট্রাক দিয়ে টেনেও এই বেড়িগুলোকে একচুল আলাদা করা যায়নি।

সৈনিক দুজন একত্রে যেন কোনো এক যন্ত্র। একদম নিয়ম মেনে, ধাপে ধাপে বন্দীকে মুক্ত করল তারা। হাতের বেড়ির ওপরে দুজনে একসঙ্গে নিজেদের বুড়ো আঙুল বসাল। ‘বিপ’ শব্দে বোঝা গেল, বায়োমেট্রিক ভেরিফিকেশন সফল হয়েছে। তারপর তারা একে একে হাতের, পায়ের এবং সবশেষে খুলে ফেলল মাথার বন্ধনগুলো। ধাতুর তৈরি জিনিসগুলো তারা নামিয়ে রাখল মেঝেতে। সতর্ক থাকল প্রতিটা মুহূর্তে, যেন সেকেন্ডের নোটিশে আবার ঝাঁপিয়ে পড়তে পারে বন্দীর ওপর, যদি বাছাধন কোনো চালাকি করার চেষ্টা করে। সে রকম কিছু হলো না।

বন্দী ছেলেটার বয়স বড়জোর ১৫। পাতলা, একহারা গড়ন, মসৃণ চামড়া। এক জোড়া শর্টস ছাড়া পরনে আর কিছু থাকল না বন্ধনগুলো সব সরিয়ে ফেলার পর। দুই সৈনিক তার দুই বাহু ধরে ডা. ফারাজের ডেস্কে নিয়ে গেল। তারপর তাকে বসিয়ে দিল ডাক্তারের উল্টোপাশে রাখা চেয়ারে। হাত দুটো ঢুকিয়ে দেওয়া হলো ডেস্কের ওপর রাখা দুটো সিলিন্ডার আকৃতির বন্ধনীতে। এক হ্যান্ডকাফ ছেড়ে আরেকটায় এসে পড়ল বেচারা।

সৈনিক দুজন মেপে মেপে তিন কদম পিছিয়ে যাওয়ার পর ডা. ফারাজ তাঁর কার্যক্রম শুরু করলেন। হাতের চৌকো যন্ত্রটির স্ক্রিনে হালকা স্পর্শ করে চালু করলেন রেকর্ডার। গলা খাঁকারি দিয়ে বললেন, ‘আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলতে। পরিচয়পর্ব সেরে নিই। আমি ডা. আলতাফ ফারাজ। তুমি?’

ছেলেটা বিস্ফারিত চোখে আশপাশ দেখছিল। ডা. ফারাজ তার কথা আরেকবার বললেন। এবার শুনতে পেল ছেলেটা। সরু চোখে ডক্টরকে পর্যবেক্ষণ করতে লাগল সে।

‘আমাকে এখানে কেন আনা হয়েছে?’

ডা. আলতাফ ফারাজের মনটা আরও খারাপ হয়ে গেল। ইচ্ছা হলো ছেলেটার হাত ধরে এখনই এই অভিশপ্ত ফ্যাসিলিটি থেকে বের হয়ে যেতে। এর বয়স এখন কোনো আইসক্রিম পার্লারে বসে জেলাটো গেলার। মঙ্গল গ্রহের সাইট্রাস–জাতীয় ফল গ্লিবিংয়ের ফ্লেভারটা চেখে দেখার; কিন্তু সেসব সম্ভব নয়।

‘এই প্রশ্নটার উত্তর অনেক জটিল। আমি চেষ্টা করব তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে। কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। কোনো চাপ নেই, কিন্তু আমি খুবই খুশি হব যদি তুমি আমাকে একটু সহযোগিতা করো। তুমি কি করবে?’

ছেলেটা উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় নিল। তারপর অনিশ্চিয়তা ভরা কণ্ঠে বলল, ‘হ্যাঁ।’

একদম শিশুদের মতো কণ্ঠ। ডা. ফারাজ চিন্তা করলেন, মনটা আরও দমে যেতে দেওয়ার কোনো মানে নেই। টেবিলে রাখা বোতলটা তুলে নিয়ে সেখান থেকে এক ঢোক পানি পান করলেন তিনি। বেশ কয়েক বছর ধরে পুরো বিশ্ব এবং অন্যান্য গ্রহে প্লাস্টিকের চলন বন্ধ হয়ে গেছে। বোতলটি একধরনের বায়োডিগ্রেডেবল পদার্থের তৈরি।

গলা খাঁকারি দিয়ে শুরু করলেন আলতাফ ফারাজ, ‘আমি তোমাকে কিছু ছবি দেখাব। সেসব দেখে তোমার মনে একদম প্রথমে যা আসে, সেটি বলবে। তুমি কি আমার কথা বুঝতে পারছ?’

‘হ্যাঁ।’ এবার স্পষ্ট স্বরে জবাব দিল ছেলেটা।

‘ছবির বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথাই ধরো, ল্যাপটপ দেখলে মাথায় আসে লটপটির নাম। তুমি কি লটপটি চেনো?’

‘না।’

‘একধরনের খাবার আর কি। মুরগির গিলা, কলিজা, গলার হাড়; এসব দিয়ে বানানো হয়। তোমার প্রিয় খাবার যেন কী?’

ছেলেটি একটু বিহ্বল হয়ে পড়ল। প্রশ্নটা আবার করার পর একটু ভাবল। তারপর উত্তর দিল, ‘বিস্কুট।’

‘কেমন ধরনের বিস্কুট?’

ছেলেটা এবার উত্তর দিতেও সময় নিল একটু। ভেবে বলল, ‘ওই যে চারকোনা করে। ওপরে নারকেল দেওয়া থাকে।’

‘কে বানাতেন অমন বিস্কুট?’

‘আমার মা।’

কাজের মধ্যে বিষণ্নতাকে প্রশ্রয় না দিতে চাইলেও এবার দুঃখবোধটুকুকে লুকাতে পারলেন না ডা. ফারাজ। ছেলেটা কত দিন নিজের মাকে দেখে না, এই প্রশ্নটা করার সাহস হলো না তার।

‘যাক, আমরা কাজে ফিরি,’ জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন ডক্টর। উঠে দাঁড়িয়ে ছেলেটার দিকে যেতে চাইলে গার্ড দুজন এগিয়ে এল।

‘দয়া করে সাবজেক্টের কাছে আসবেন না,’ যান্ত্রিক কণ্ঠে বলল তাদের একজন, ‘আমাদের বলুন কী করতে হবে।’

‘আমি কেবল আমার মেশিনটা সেটআপ করতে চাচ্ছি।’

‘কাছে যাবেন না। আমাদের বলুন কী করতে হবে।’

‘দেখুন, এই যন্ত্রটা চালানোর যথাযথ প্রশিক্ষণ আপনাদের নেই। দয়া করে আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না।’

‘কাছে যাবেন না। সাবজেক্টের কাছে যাওয়ার নির্দেশ নেই।’

‘আমি আপনাদের সিনিয়র কারও সঙ্গে কথা বলতে চাই।’

সৈন্য দুজন কাছাকাছি চলে এসেছে। আবারও তারা তাদের একঘেয়ে নির্দেশটা বলল। ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, যেকোনো মুহূর্তে ফারাজের ওপর ঝাঁপিয়ে পড়তে তারা প্রস্তুত।

‘ডা. আলতাফ ফারাজ!’

গমগমে কণ্ঠটা ভেসে এল কামরায় লুকানো স্পিকারগুলো থেকে। সবাই নিজেদের জায়গায় জমে গেল। ফারাজ বিস্মিত হয়ে আবিষ্কার করলেন, তাঁর নাম উচ্চারণ করেছেন স্বয়ং জেনারেল জোরো।

‘জেনারেল জোরো।’

‘সৈনিকদের তাদের কাজ করতে দেওয়াটাই কি উচিত হবে না?’

‘এই যন্ত্রটা চালাবার অধিকার এই কামরায় কেবল আমার আছে, জেনারেল। তা ছাড়া আমি কিন্তু এই ফ্যাসিলিটিতে আসার আগে ডিসক্লেমারে সই করে এসেছি...’

‘তা করেছেন,’ দরাজ গলায় বললেন জেনারেল, ‘কিন্তু আপনি নিজে বোধহয় বুঝতে পারছেন না পরিস্থিতির গুরুত্ব। আপনার সামনের সাবজেক্টকে আপনি একজন মানুষ হিসেবে দেখছেন...’

‘মানুষকে আর অন্য কোনোভাবে দেখার উপায় আছে কি, জেনারেল?’

কয়েক সেকেন্ড নীরব থাকলেন জেনারেল। তার ঘন নিশ্বাস শুনে বোঝা গেল, বেশ রেগে গেছেন।

‘এইখানেই আসলে আপনাদের সীমাবদ্ধতা, ডক্টর। ভয়ংকরতম অপরাধীকে আপনারা মানবিকতার ছায়াতলে নিয়ে আসেন।’

‘অপরাধীদের প্রতি আমি কোনো করুণা করছি না, জেনারেল। এই ছেলেটা তো কোনো অপরাধ করেনি...’

‘করেনি তো করবে!’ কণ্ঠ খানিকটা চড়িয়ে বললেন জেনারেল, ‘এবং সেটা রুখে দেওয়ারই চেষ্টা করছি আমরা। ভবিষ্যৎ অপরাধীদের চিহ্নিত করা, তাদের নজরদারিতে রাখা। দরকার হলে...’

‘মেরে ফেলা?’

‘এসব বিতর্ক আপাতত থাকুক, ডা. ফারাজ। আপনি সারা জীবনই আমাদের বিরোধিতা করে এসেছেন। একদিন ঠিকই বুঝবেন এই জেনারেল জোরো কী করতে চেয়েছিলেন। আপাতত আপনার ওই মেশিন আপনি চালান, সাবজেক্টের কাছে যান। কিন্তু গার্ডরা একদম কাছে দাঁড়িয়ে থাকবে। নিজের নিরাপত্তা নিয়ে আপনি চিন্তিত না হলেও আমি ভাবি। এবং এটাই মানবতা। কোনো ভবিষ্যৎ সিরিয়াল কিলারের ওপর আমি সেটা খরচ করতে ইচ্ছুক নই।’

এই বলে যোগাযোগের সংযোগ কেটে দিলেন জেনারেল। আবারও নীরব হয়ে গেল কামরা।

গার্ড দুজন একদম কাছে এসে দাঁড়াল ডেস্কের। ছেলেটার মাথায় একটা বোল আকৃতির আচ্ছাদন পরিয়ে দিলেন ফারাজ। সেখানে বিভিন্ন সেন্সর আছে। এসব সেন্সর ছেলেটার মস্তিষ্কের নিউরনে চলা তড়িচ্চুম্বকীয় সিগন্যালের আসা–যাওয়া পর্যবেক্ষণ করবে। এসব তথ্য জমা হবে পাশে রাখা একটি কোমরসমান, চৌকো আকৃতির কম্পিউটারে। সেই কম্পিউটারের সঙ্গে যুক্ত মনিটরটি হাতে নিলেন ডা. ফারাজ। ছেলেটার দিকে বাড়িয়ে দিলেন একটি ট্যাবলেট কম্পিউটার। আক্ষরিক অর্থে কাগজের মতো চিকন সেটি। স্ক্রিনে ফুটে আছে একটি কোয়ালা ভালুকের ছবি।

‘মাথায় কীসের কথা আসছে?’

‘এ তো স্টিচ!’

‘স্টিচ?’

‘অনেক আগের এক কার্টুন হতো, লিলো অ্যান্ড স্টিচ। এটা সেই কার্টুনের স্টিচ।’

ডা. ফারাজ নিজের হাতে থাকা স্ক্রিনের দিকে মনোযোগ দিলেন। ছেলেটার উত্তরের পরিপ্রেক্ষিতে আসা ফলাফলগুলো তার স্ক্রিনে ফুটে উঠছে। এখনো সেসব খানিকটা ছাড়াছাড়াভাবে আছে। ফলাফল পুরোপুরি বিশ্লেষণ করার পর নিরেট তথ্য তৈরি হবে।

হাতের ইশারায় ছেলেটার হাতে থাকা স্ক্রিনের ছবি বদল করলেন ফারাজ। এবার সেখানে উঠে এসেছে একটি ভ্যাকুয়াম টিউব ট্রেনের ছবি।

‘টুথপিক!’ এককথায় উত্তর দিয়ে দিল ‘সাবজেক্ট’।

এ রকম পরীক্ষা ডা. ফারাজ অনেক করেছেন তাঁর কর্মজীবনে। তবুও ছেলেটার সরল উত্তরটা হাসি ফোটাল তাঁর মুখে। আবারও হাতের ইশারা করলেন ডা. আলতাফ ফারাজ। এবার এল একটি স্পেশশিপ।

‘তিমি মাছ!’

পরের ছবি: হলোগ্রাফঅলা স্মার্টওয়াচ। উত্তর: কুকুর।

এভাবে আরও কিছুক্ষণ কাজ চালিয়ে গেলেন ডা. ফারাজ। সবশেষে নিজের যন্ত্রপাতি গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন, চেষ্টা করলেন ছেলেটার দিকে না তাকাতে। একজন কিশোরকে ওভাবে বেড়ি পরিয়ে হাঁটানো হচ্ছে, দৃশ্যটা একবার দেখলেই সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায়। দ্বিতীয়বার দেখার কোনো মানে হয় না।

*

আন্তনক্ষত্র বিচারকার্যের কোর্ট।

‘ডা. আলতাফ ফারাজ,’ উঁচু বেঞ্চ থেকে বললেন মাননীয় বিচারক, ‘আপনি নিশ্চিত নিজের জন্য কোনো উকিল নিয়োগ করবেন না?’

‘না, মহামান্য আদালত,’ উঠে দাঁড়িয়ে বললেন ডা. ফারাজ, ‘আমার বক্তব্য খুবই সীমিত। বলতে বেশিক্ষণ লাগবে না।’

বাদীর বেঞ্চে বসা জাঁদরেল সামরিক উকিল ডেইভ স্টারসন হাসলেন। বিবাদীপক্ষের কাছে উকিল থাকলেও তিনি বিচলিত হতেন না। পৃথিবী বা নক্ষত্রবীথিতে ছড়িয়ে থাকা অন্যান্য মনুষ্য কলোনিতে তাঁর বিরুদ্ধে লড়ার মতো যোগ্যতা খুব কম উকিলের আছে। তাদের মূল্যও চড়া। সেখানে কিনা আইনচর্চায় একদম আনাড়ি একজন চিকিৎসক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন? একে ধরাশায়ী করে দেওয়ার জন্য তো সময়ই লাগবে না! মনে মনে স্থির করলেন, এই কেসের কাজ শেষ করে তিনি পাশের সৌরজগৎ আলফা সেনটাউরিতে চলে যাবেন গলফ খেলতে। সেখানকার গলফ রিসোর্টটা ডেইভের খুব প্রিয়।

‘মহামান্য আদালত, আমি আমার প্রয়োজনীয় সব কাগজপত্র আপনার কাছে জমা দিয়েছি,’ গলা খাঁকারি দিয়ে বললেন ডা. ফারাজ, ‘সাবজেক্ট এ৩৩৫৭আই-এর যাবতীয় মানসিক ম্যাপিং আমি গত মাসের ৩ তারিখে সম্পন্ন করি, জেনারেল জোরোর মঙ্গল গ্রহে অবস্থিত ফ্যাসিলিটিতে, জেনারেলের সম্মতিক্রমে। সেই ফলাফল এবং তার উপসংহার দেখতে যদি আপনার আজ্ঞা হয়...’

‘অবজেকশন, ইয়োর অনার।’ দাঁড়িয়ে বললেন ডেইভ, ‘উনি নিজে নিজে কোনো উপসংহারে পৌঁছালে সেটা সর্বজনীনবিদিত, এমনটি ভাবার কোনো কারণ নেই।’

‘এই ফলাফলগুলো নক্ষত্রমণ্ডলীতে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ১০ জন ভিন্ন ভিন্ন চিকিৎসক দ্বারা পরীক্ষিত হয়েছে। তাঁরা সবাই কোর্টের সেশনে ভার্চু৵য়াল সাক্ষীও দিতে প্রস্তুত। তাঁদের সবার সঙ্গে যোগাযোগের লিংকও আমি মহামান্য বিচারকের কাছে পেশ করেছি। ফলাফলগুলো সবার জ্ঞাতার্থে দেখানোর জন্য যদি মাননীয়র আজ্ঞা হয়।’

ভারী ভারী কথা বলতে গিয়ে গলা শুকিয়ে গেল ডা. ফারাজের। এক ঢোক পানি খেলেন তিনি। একটি হলোগ্রাফিক স্ক্রিনে ফলাফলগুলো ফুটে উঠল। ডেইভের সামান্য কুঞ্চিত ভ্রুদ্বয় আবার সমান হয়ে গেল। সাবজেক্ট এ৩৩৫৭আই-এর মস্তিষ্কের প্রোফাইল আগে যা ছিল প্রায় সে রকমই আছে। এটা আবার দেখিয়ে ডা. ফারাজ কী প্রমাণ করতে চাইছেন?

আবারও অবজেকশন দিলেন ডেইভ। কড়া কথায় বললেন, একই তথ্য আবার দেখিয়ে ডা. ফারাজ কোর্টের মূল্যবান সময় নষ্ট করছেন। মহামান্য বিচারকও যেন খানিকটা একমত হলেন ডেইভের সঙ্গে। তাই আর ১০ জন চিকিৎসকের কারও সঙ্গে যোগাযোগ করলেন না।

‘আমি এবার মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই আমার পরের এক্সিবিট।’ অবিচল কণ্ঠে বললেন ডা. আলতাফ ফারাজ।

মহামান্য বিচারক ফারাজের কথা মানলেন বটে, কিন্তু বিরক্তিতে তাঁর চোখ সরু হয়ে এল। ব্যাপারটি নজর এড়ায়নি ডেইভের। একদম বিনা যুদ্ধে জয়লাভ হয়ে যাচ্ছে তাঁর, প্রয়োজন কেবল কিছুটা অপেক্ষার।

হলোগ্রাফিক স্ক্রিনে এবার ফুটে উঠল আরেকটা মস্তিষ্ক প্রোফাইলের ছবি। ফলাফল কিছুটা আগেরটার মতোই, তবে দেখে বোঝা যাচ্ছে, অন্য একজনের। কোর্টরুম না হলে হো হো করে হেসে ফেলতেন ডেইভ। এসব কী ছেলেমানুষি!

‘মাননীয় আদালত, আমার পেশ করা দ্বিতীয় এক্সিবিট হচ্ছে, আরেকজন মানুষের মস্তিষ্ক প্রোফাইল...’

‘অবজেকশন, ইয়োর অনার। আমার প্রতিদ্বন্দ্বী চিকিৎসা পেশায় যথেষ্ট বিজ্ঞ হতে পারেন, কিন্তু তিনি কোর্টের মূল্যবান সময় কেবল নষ্টই করে যাচ্ছেন।’

‘ডা. ফারাজ, আপনি দয়া করে দ্রুত আপনার বক্তব্যের মূল অংশে আসুন।’ আদেশ করলেন মহামান্য বিচারক।

‘অবশ্যই, ইয়োর অনার,’ দৃঢ়কণ্ঠে বললেন ডা. ফারাজ, ‘এই প্রোফাইলের সঙ্গে এ৩৩৫৭আই-এর প্রোফাইলের প্রায় ৫৫ পার্সেন্ট সাদৃশ্য পাওয়া যায়। এই তথ্যটুকুর সপক্ষেও ১০ জন বিজ্ঞ চিকিৎসক সাক্ষ্য দেওয়ার জন্য রাজি আছেন। এখন আমি অনুরোধ করব, যেন এই প্রোফাইলের নামটা কোর্টে উপস্থিত সবার জ্ঞাতার্থে একটু বড় করে দেখানো হয়।’

‘অনুমতি দেওয়া হলো,’ অসহিষ্ণু কণ্ঠে বললেন বিচারক। ডেইভের ভেতরে উল্লাস ধীরে ধীরে বাড়তে লাগল।

পরক্ষণেই সেই উল্লাসে ভাটা পড়ল। নামটা পড়ে বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ার দশা ডেইভসহ কোর্টরুমে উপস্থিত সবার।

নামটা ছিল: ডা. আলতাফ ফারাজ।

*

‘জিনিসটা খেতে কেমন?’ সস্নেহে জিজ্ঞেস করলেন ডা. ফারাজ।

‘ভালো,’ মুখ–চোখ সামান্য বিকৃত করে উত্তর দিল সামনে বসে থাকা কিশোরটি।

‘দেখো দিব্য, কোনো কিছু খারাপ লাগলে সেটা সরাসরি বলবে। তোমার কি ভালো লাগছে লটপটি?’

‘খুব একটা না। তবে একদমই খাওয়া যাচ্ছে না এমনটাও না।’

কিশোরটির পরিচয় এখন আর এ৩৩৫৭আই নয়। ডা. ফারাজ তার নাম রেখেছেন দিব্য।

ওরা বর্তমানে বসে আছে পৃথিবীর একটি ছোটখাটো রেস্তোরাঁয়। জায়গাটা প্রাচীন ভারত উপমহাদেশীয় খাবারের জন্য বিখ্যাত। একাডেমিতে যাওয়ার আগে ডা. আলতাফ ফারাজ দিব্যকে লটপটি খাওয়াতে নিয়ে এসেছেন। ছেলেটা যথেষ্ট কৌতূহল দেখিয়েছিল খাবারটির প্রতি।

ডা. ফারাজ কেস জিতেছেন। তিনি আদালতের সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন, মস্তিষ্ক ম্যাপিং এবং তার ফোরকাস্টই সবটুকু নয়। তিনি দিব্যের মতো মস্তিষ্কের ম্যাপিং নিয়ে সফল মনোচিকিৎসক হয়েছেন। নিজের জীবনের পুরোটাই তিনি কোর্টের সামনে মেলে ধরেছেন। দু–একটা পার্কিং টিকিট এবং একবার অতি দ্রুতগতিতে গাড়ি চালনা ছাড়া ডা. ফারাজের বিরুদ্ধে আর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

কেস জয়ের কয়েক মাসের মধ্যে ডা. আলতাফ ফারাজ একটা একাডেমি গড়ে তুলেছেন। এর মূল লক্ষ্য: মস্তিষ্ক ম্যাপিংয়ের ফলে যেসব শিশুকিশোরদের তুলে আনা হয়েছে, তাদের পুনর্বাসিত করা। অবশ্য জেনারেল জোরো এত সহজে হার মানবেন না। ফারাজ এবং তাঁর একাডেমি যে সার্বক্ষণিক নজরবন্দি আছে, এটা বেশ টের পাওয়া যায়।

ডা. আলতাফ ফারাজও ছেড়ে দেওয়ার পাত্র নন। লড়ে যাবেন শেষ পর্যন্ত।

দিব্যের খাওয়া শেষে উঠে দাঁড়ালেন তিনি।

‘চলো দিব্য, তোমাকে গ্লিবিং ফল খাওয়াই।’