রহস্য

রাত ৩টা ৩৩ মিনিট। ঘুম ভেঙে গেলে প্রচণ্ড পিপাসা পায় অনিকের। পানি খাওয়ার জন্য খাট থেকে নামল অনিক। ডাইনিংয়ে গিয়ে পানি খেল চেয়ারে বসে।

পানি খাওয়া শেষে শুতে যাওয়ার উদ্দেশ্যে ঘরের দিকে গেল অনিক। কী মনে করে যেন পেছনে তাকাল সে। অমনি দৈত্যাকৃতির বড় এক অবয়ব টিপে ধরল অনিকের গলা। হাত–পা নাড়াতে থাকল অনিক। অনেক চেষ্টা করল নিজেকে বাঁচানোর। কিন্তু কিছু করতে পারল না সে।

সকালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করল ফ্যানে ঝোলানো অবস্থায়। পুলিশের রিপোর্ট—আত্মহত্যা।