ছায়া

লেখা: নোয়াহ রাসেল | অনুবাদ: গোলাম মমীত

ছেলে দুটো আকাশের দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলল, ‘আজকে খুব রোদ, তাই না?’

সূর্য তখন অনেক ওপরে। ওদের ওপরে থাকা মৃতপ্রায় গাছ বেশি সুবিধা করতে পারছে না। সরাসরি রোদ এসে পড়ছে ছেলে দুটোর গায়ে। পাখিদের কিচিরমিচির শব্দের সঙ্গে শোনা যাচ্ছে গির্জার ঘণ্টার শব্দ। আশপাশে থাকা ঘাসগুলো দুলছে গরম বাতাসে। রোদ, প্রচণ্ড রোদ। পাখিগুলো এসে বসেছে একমাত্র ছায়ার নিচে।

বাঁকা করে দাঁড় করানো হয়েছে ছেলে দুটোর কবরের পাথরের ফলক। ছায়া দিয়ে খানিকটা মাটিকেই শীতল করতে পারছে ওগুলো।