আশ্রয়

‘দ্রুত পালাতে হবে।’ সবার উদ্দেশে বলল জ্যাক। ফুঁপিয়ে কাঁদছে তার দুই মেয়ে। চোখ মুছতে মুছতে ব্যাগে ভরছে ওদের পুতুলগুলো...যে কয়টা ভরা সম্ভব। এঘর ওঘর ছুটে সব গোছাচ্ছে জ্যাক। জানালার পাশে নির্বিকার বসে আছেন তার ৯০ বছর বয়সী মা নিনা। ‘বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি,’ ঠান্ডা গলায় বললেন বৃদ্ধা। ‘বোমা হামলা হচ্ছে মা। পাশের গলির সব বিল্ডিং গুঁড়িয়ে দিয়েছে।’ শেষ চেষ্টা করল জ্যাক। ‘যাব না।’ সাফ জানালেন নিনা। ‘ওকে, থাকো তোমার বাড়ি নিয়ে। আশ্রয়কেন্দ্রে যাচ্ছি আমরা। ইচ্ছে হলে এসো।’ দীর্ঘশ্বাস ফেলে সপরিবার বেরোল জ্যাক।

সন্ধ্যায় বাজল সাইরেন। শত্রুর টানা বোমা হামলায় কেঁপে উঠল পুরো শহর। গুঁড়িয়ে গেল অনেক দালান। নারকীয় এক রাত পার করল শহরবাসী।

সকালে উঠে নিনা শুনলেন, বোমায় ধ্বংস হয়ে গেছে আশ্রয়কেন্দ্রটি।