গল্প শোনানোর গল্প

ভূত বলে কোনো কিছুর দেখা পাননি এখনো বিজ্ঞানীরা। ভূতে বিশ্বাস স্রেফ কুসংস্কার বৈ কিছু নয়, তা–ও বলেন অনেকে। কিন্তু তাই বলে কিশোর আলোয় ভূতের গল্প থাকবে না, তা কি হয়?

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমার ছোট চাচার চার ছেলে। তাদের বয়স ৪ থেকে ৯ বছর। তারা কখনো আমাদের দাদুকে দেখেনি। কেননা, তারা জন্মানোর আগেই তিনি মারা যান।

একদিন সকালবেলা অ্যালবামের পুরোনো ছবি দেখছিলাম।

হঠাৎই তাদের একজন ছবিতে আঙুল তাক করে বলে, এই তো সেই লোকটা!

ছেলেটা দাদুর দিকে আঙুল তাক করেছিল; যদিও কখনো দাদুর সঙ্গে তাদের পরিচিত করিয়ে দেওয়া হয়নি।

আমার আরেকজন চাচাতো ভাই বলে, হ্যাঁ, এই লোকটাই তো। এই লোকটাই তো প্রতি রাতে আমাদের রুমে এসে গল্প শোনায়; যতক্ষণ না আমরা ঘুমিয়ে যাই।

হান্টেড রুমস, থট ক্যাটালগ ও হাফপোস্ট ওয়েবসাইট অবলম্বনে