ভুতুড়ে ছাদ ও একটি রহস্যময় মেয়ে

আজ থেকে অনেক বছর আগে ইউরোপে একটা স্কুলের নাম ছিল ‘গড গিফটেড একাডেমি’। সেই স্কুলটি ছিল মা-বাবাহীন ছেলেমেয়েদের জন্য। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটা মেয়ের নাম ছিল এলা। একটি সড়ক দুর্ঘটনায় সে তার মা-বাবাকে হারায়। ওই দুর্ঘটনার পর তাকে স্কুলের প্রধান শিক্ষক সিস্টার কারমা গোমস রাস্তায় রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন। দুর্ঘটনার সময় ওর বয়স ছিল মাত্র পাঁচ বছর। এলা পড়ালেখায় অনেক ভালো ছিল। ওর রোল সব সময় ১ ছিল। অষ্টম শ্রেণির ফাইনাল পরীক্ষায় হঠাত্ করে সে খুব খারাপ ফল করল। এরপর থেকে সবাই ওকে ওর ফলাফল নিয়ে অপমান-অপদস্থ করতে লাগল। অপমান সহ্য না করতে পেরে এলা একদিন স্কুলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করল। এরপর অনেক দিন চলে গেল। আশ্চর্য ব্যাপার এই যে অষ্টম শ্রেণির সব রোল নম্বর ১-এর মৃত্যু হলো। আর এই ঘটনা প্রথম ঘটেছিল হ্যাডলি নামের একজন রোল নম্বর ১-এর সঙ্গে। ও স্কুলে নতুন এসেছিল। ও প্রতিদিন ছাদ থেকে একজন মেয়ের কান্নার শব্দ শুনতে পেত। ও একজন বন্ধুকে জিজ্ঞাসা করল, ‘ছাদ থেকে কার কান্নার আওয়াজ আসছে?’ হ্যাডলির বন্ধু বলল, ‘সবাই বলে, আগের বছর অষ্টম শ্রেণির একজন মেয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। আমার মনে হয়, সেই মেয়েটাই মুক্তির জন্য কাঁদছে।’ কথাটা শুনে হ্যাডলি ব্যাপারটা কিছুটা বুঝতে পারল। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সে চুপি চুপি ছাদে উঠে যায়। ছাদে উঠে ও দেখে, একজন বিড়বিড় করে কিছু বলছে আর কাঁদছে। হ্যাডলি মেয়েটার ঘাড়ে হাত দিতেই সে ওর দিকে ফিরে তাকাল। মেয়েটার চেহারার এক পাশ রক্তমাখা। আরেক পাশ পুরো ছেঁচে যাওয়া। ও নিজের রক্তমাখা দাঁত বের করে হ্যাডলির দিকে তাকিয়ে হাসল। এরপর ছাদের রেলিংয়ের ওপর উঠে নিচের দিকে লাফ দিল। মেয়েটার কী হলো, তা দেখার জন্য হ্যাডলি নিচে তাকানোর সঙ্গে সঙ্গে কে যেন ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আর পরের দিন সিস্টার কারমা যখন মর্নিংওয়াকে বের হলেন, তখন হাঁটতে হাঁটতে একসময় সেই ছাদের নিচে পৌঁছালেন। দেখলেন, একজন মেয়ে উপুড় হয়ে মাটিতে শুয়ে আছে। তিনি মেয়েটাকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু সে উঠল না। তখন তিনি মেয়েটাকে চিত করে দেখলেন, সে মারা গেছে। এরপর অন্য ছাত্রীদের ডেকে জিজ্ঞেস করলেন মেয়েটাকে তারা চেনে কি না। তাদের মধ্যে মায়া নামের একজন বলল, ‘সিস্টার, ও তো হ্যাডলি। ওর এই অবস্থা কীভাবে হলো?’ তারপর সিস্টার কিছু একটা ভাবলেন আর চলে গেলেন। কয়েক দিন পর আবার সেই ঘটনা। আরও একজন রোল ১ মারা গেল। তারপর থেকে সবাই বিশ্বাস করত, সেই ছাদে কোনো আত্মার বাস আছে। আর সেই অশরীরী আত্মা সব রোল নম্বর ১-কে মেরে ফেলতে লাগল। আর সেই আত্মাটা ছিল একজন রহস্যময় মেয়ে, যার নাম ছিল এলা।