ভুলেই পরিচয়

অলংকরণ: আরাফাত করিম

তিনটি বাক্সে ৬টি বল রাখা। লাল-সবুজ, লাল-লাল, সবুজ-সবুজ। বাক্সের ওপরে লেবেল আছে, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না। তবু তোমাকে বলা হলো, ওপরে যতগুলো লেবেল, সব ভুল। তুমি যেকোনো একটা বাক্স থেকে একটা বল দেখতে পারো। সেটা দেখেই কীভাবে লেবেলগুলো ঠিক করবে? 

উত্তর

বলা আছে, সব কটি ভুল। অর্থাৎ লাল-সবুজ লেবেলের বক্সে হয় লাল-লাল অথবা সবুজ-সবুজ। একটি বল তুললেই বোঝা যাবে যে এটা আসলে কী। বাকি লেবেলগুলো হিসাব করে বের করতে হবে।