‘কালি ও কলম’ পুরস্কার পেলেন মাহফুজ রহমান
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মাকে হারানোর পর ঢাকায় ক্লাস নাইনে ভর্তি হয় যমজ ভাই রবি-সোম। ছুটিতে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। বাবা বিয়ে করছে শুনে প্রচণ্ড অভিমানে ওরা চেপে বসে বনগিরির বাসে। এই প্রথম অচেনার দিকে বেরিয়ে পড়া। সে সফর ঘুরতে যাওয়া নয়, একে বরং বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার এক যাত্রাই বলা চলে। তারপর ওদের শেষ গন্তব্য কং পাহাড়। রোমাঞ্চঘেরা কং পাহাড় কোথায়? সেখানে কীভাবে শয়তানের খপ্পরে পড়ল বাংলাদেশের এক ‘সম্রাট’? ভেনেজুয়েলা ও মালাবির দুই ‘সম্রাট’ই-বা এতে জড়াল কেন?
গত বছর বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মাহফুজ রহমানের কিশোর উপন্যাস কং পাহাড়ে শয়তান বইটি যদি পড়া থাকে, তবে গল্পের বাকিটা তোমার জানা। দারুণ অ্যাডভেঞ্চার এই উপন্যাস জিতেছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’। ২৩ জানুয়ারি বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিশু-কিশোর সাহিত্য বিভাগে বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন মাহফুজ রহমান।
কিশোর আলোর নিয়মিত লেখক মাহফুজ রহমান। কিআর পাতায় প্রায়ই দেখা যায় তাঁর গল্প, ছড়া কিংবা রঙিন আঁকা। কিশোর আলোতে প্রকাশিত মাহফুজ রহমানের লেখাগুলো পড়তে পারবে কিশোর আলোর ওয়েবসাইটে। সেখান থেকে যদি লেখা খুঁজতে অসুবিধা হয়, তবু চিন্তার কিছু নেই। কিআর আগামী সংখ্যায় পাওয়া যাবে মাহফুজ রহমানের লেখা।
মাহফুজ রহমান বর্তমানে সহকারী ফিচার সম্পাদক হিসেবে কাজ করছেন প্রথম আলোতে। ২০২০ সালে তিনি ছড়া ও কবিতা শাখায় ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ জেতেন।
পুরস্কারজয়ী বই কং পাহাড়ে শয়তান বইমেলায় পাওয়া যাবে প্রথমার স্টলে। অনলাইনে অর্ডার করো রকমারি ও প্রথমা ডটকমে।