একটা গোয়েন্দা কৌতুক

কিশোর আলোর এপ্রিল সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

শার্লক হোমস বিখ্যাত গোয়েন্দা চরিত্র। তার সঙ্গী ছিলেন ডা. ওয়াটসন। এদের নিয়ে একটা কৌতুক। শার্লক হোমস এবং ডা. ওয়াটসন বনের ধারে তাঁবুতে ঘুমাচ্ছিলেন। মাঝরাতে তাদের ঘুম ভেঙে গেল।

শার্লক হোমস বললেন, ডা. ওয়াটসন, কী দেখতে পাচ্ছেন? ওয়াটসন বললেন, রাতের আকাশ। আকাশে অনেক তারা। এর মানে কী?

এর মানে হলো, আকাশ পরিষ্কার। আগামীকাল রোদ উঠবে। ঝকঝকে দিন আসবে।

না। হয়নি।

তাহলে আপনি কী বুঝলেন, শার্লক হোমস?

আমাদের তাঁবুটা চুরি হয়ে গেছে!

অনেক সময় আমরা সামনের বড় কারণটা দেখতে পারি না। দূরের ছোট জিনিস নিয়ে ভাবিত থাকি। আমাদের পর্যবেক্ষণশক্তি হতে হবে ভালো। আর দেখার কাজটা শুরু করে হবে কাছে থেকে।

ঈদ মোবারক। শুভ নববর্ষ। সবার দিনগুলো সুন্দর হোক।