একটি কিন্ডলের জন্য

অলংকরণ: আরাফাত করিম

সুনন্দার খুব কাছের বান্ধবী সুচিতা তার পুরান কিন্ডল (একটি ই–বুক রিডার) ৬০০০ টাকায় বিক্রি করে নতুন একটা কিনতে চায়। সুনন্দার খুব ইচ্ছা কিন্ডলে বই পড়ার। তাই সুচিতার জন্য সুনন্দার কিন্ডলের দাম ৫২০০ টাকা মাত্র। দুজনই চারুকলার ছাত্রী। সুনন্দা খুব ভালো ছবি আঁকে। সে টিএসসিতে কনসার্ট উপলক্ষে বসে গেল। ২ মিনিটে পোর্ট্রেট এঁকে দেবে। ১টি ছবি ২০০ টাকা, ৩টি ছবি ৪০০। ৩২টি ছবি এঁকে তার ৫২০০ টাকা উঠে গেল। বলো তো সে কয়টা ছবি ২০০ টাকা করে বিক্রি করেছে?

উত্তর

যদি সুনন্দা সব কটি ছবি সিঙ্গেল বিক্রি করত, তবে তার টাকা জমত ৬ হাজার ৪০০। অর্থাৎ সে ৬ জনকে একটি করে ছবি মুফতে দিয়েছে। অর্থাৎ মোট ১৮টি ছবি বিক্রি করেছে ৩টি ৪০০ ধরে। আর ১৪টি ছবি বিক্রি করেছে সিঙ্গেল।