ডিআরএমসির সূর্য

অলংকরণ: রাকিব রাজ্জাক

ডিআরএমসির (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) গেট দিয়ে যখন ভেতরে ঢুকি, তখন এক সতেজ সুরভিত বাতাস যেন গ্রাস করে নেয় ফুসফুসকে। মনে হয় না যে যান্ত্রিকতার শহর ঢাকায় রয়েছি। ডিআরএমসির খোলা আকাশ যেন ঢাকার অন্য স্থানের চেয়ে অনন্য। ষড়ঋতুর ষড়প্রচ্ছদ প্রকাশিত হয় ডিআরএমসিতে। রংবেরঙের জানা-অজানা ফুল তো আছেই। আরও আছে প্রকৃতির অন্যতম সৌন্দর্যের প্রতীক হরিণ। শেষ পরীক্ষা দিয়ে ২০২২-এর অভিযান যখন শেষ করলাম, তখন গোধূলিলগ্নের লাল টকটকে সূর্য আমার মনকে উৎফুল্লতায় ভরিয়ে দিল। নাহ্‌! আর দেরি করা যাবে না। আর কিছুক্ষণ পরই ডিআরএমসির তারকাখচিত রাতের আকাশ প্রকাশিত হবে। এখন সময় এসেছে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ানোর। ডিআরএমসির সবুজ ঘাসগুলো যে আমাদের পায়ের ছোঁয়া পাওয়ার অপেক্ষায়!