সরকারি বিজ্ঞান কলেজে শুরু হচ্ছে আলোকচিত্র উৎসব

১৫ জুন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে শুরু হচ্ছে ‘রিফ্লেকশন ২.০-জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩’। এই আলোকচিত্র উৎসবের আয়োজন করছে ‘সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব’।

বিভিন্ন স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা বিভাগে অংশ নেবে এ প্রতিযোগিতায়। ‘আলোকচিত্র প্রদর্শনী’ অংশে থাকছে দুটি বিভাগ, ডিএসএলআর ও মুঠোফোন ফটোগ্রাফি। এ ছাড়া সিনেমাটোগ্রাফি বিভাগে আছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। আরও নানা প্রতিযোগিতার পাশাপাশি উৎসবজুড়ে থাকবে ছবির প্রদর্শনী, লাইভ ফটোগ্রাফি, আলোকচিত্রবিষয়ক কর্মশালা, আলোকচিত্রীদের সঙ্গে আড্ডাসহ আরও অনেক কিছু।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই উৎসব। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার পর্দা নামবে ১৬ জুন।

‘রিফ্লেকশন ২.০-জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩’ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট কর উৎসবে ইভেন্ট পেজ: https://fb.me/e/M6yypd7X

আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো।