পয়সায় ভাগ্য নির্ধারণ

অলংকরণ: নাইমুর রহমান

একটা গ্রামে অনেক অনেক কাল আগে থেকে ছাগলের দৌড় প্রতিযোগিতা হয়। এই দৌড় প্রতিযোগিতায় যে জেতে, সে ২০টা কাঁঠাল পুরস্কার হিসেবে পায়। তো একবার হলো কি, দুই ছাগল একই সঙ্গে দাগ অতিক্রম করল। ঠিক নিশ্চিতভাবে কেউই বুঝতে পারছিল না, কে আসলে জিতেছে। তখন থেকে ঠিক হলো যে যদি একাধিক ছাগল একসঙ্গে জেতে, তাহলে পয়সায় ভাগ্য নির্ধারণ হবে। এইটা অলিখিত নিয়ম হয়ে গেল। সে অনেক আগের কথা। মাঝে অনেকবারই পয়সার শরণাপন্ন হতে হয়েছে। কিন্তু এবার দেখা গেল নতুন সমস্যা। এবার তিন–তিনটা ছাগল একসঙ্গে দাগ অতিক্রম করেছে! এবার কী করা যায়? পয়সার দিক তো আর তিনটা না, দুটো! কিন্তু পয়সাই ব্যবহার করতে হবে। অন্য কিছু ব্যবহার করা যাবে না। বুদ্ধি বের করো তো!

উত্তর

পরপর দুবার টস করতে হবে। হেড-হেড, টেল–টেল, আগে হেড পরে টেল—তিন ক্ষেত্রে তিন জন বিজয়ী নির্ধারিত হবে। আর যদি আগে টেল পরে হেড পড়ে, তাহলে বাতিল। নতুন করে করতে হবে।