বন্ধুত্বের একটুকরা স্মৃতি

আমার আগে ডায়েরি লেখার শখ ছিল। এই স্মৃতি আমি আমার ডায়েরি থেকে পেয়েছি। আমি যখন ক্লাস সিক্সে, তখনকার স্মৃতি। ক্লাস সিক্সে আমার এক বন্ধু ছিল, নাম আরিব। ডায়েরি অনুযায়ী দিনটি ছিল ২৩ আগস্ট ২০২২। আরিব আমার আইডি কার্ড নিয়ে এক আঙুল দিয়ে ঘোরাতে শুরু করল। হঠাৎ আইডি কার্ডটি তার আঙুল থেকে ছিটকে জানালা দিয়ে পাশের বাসার উঁচু কার্নিশে পড়ে গেল। আরিব আমাকে বলেছিল, সে আমার আইডি কার্ডটি তুলে আনবে। ২৪ আগস্ট ২০২২, অর্থাৎ পরদিন সকালে অনেক চিন্তা নিয়ে স্কুলে গেলাম। কী আশ্চর্য, আরিব আমার আইডি কার্ডটি ফেরত দিল। আসলে আমি ভাবতে পারিনি যে আরিব এটা উদ্ধার করতে পারবে। এ জন্য এই স্মৃতি আমার কাছে বন্ধুত্বের একটুকরা স্মৃতি।