দৌড়বিদ, বন্দুক এবং অন্যান্য

অলংকরণ: আবদুল্লাহ মামুর
  • গ্রামের এক দৌড়বিদ শহরের এক দৌড় প্রতিযোগিতায় প্রথম হলে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করছেন:
    সাংবাদিক: আচ্ছা ভাই, গ্রাম থেকে এসেও শহরের এত নামকরা দৌড়বিদদের হারিয়ে আপনি প্রথম হলেন কীভাবে?
    দৌড়বিদ: আসলে গ্রামে খেলার সময় ১, ২, ৩ বলে হুইসেল দিলে আমরা দৌড় দিতাম। আর এখানে তো হুইসেলের বদলে গুলির আওয়াজ শুনলাম, তাতে প্রাণভয়ে এমন দৌড় দিলাম যে...

  • : কী আশ্চর্য! তোর সামনে ডাকাত এসে বাসার সবকিছু নিয়ে গেলো, আর তুই কিছুই বললি না? এমন শক্ত সমর্থ হাত দুটো নিয়ে চুপচাপ শুধু দেখলি?
    : আরে না, আমি তো বাবার দোনলা বন্দুকটা দু হাতে শক্ত করে ধরে রেখেছিলাম!

  • বল্টু সিএনজিতে চড়ে বাসায় ফিরল।
    বল্টু: কত টাকা ভাড়া হয়েছে?
    ড্রাইভার: ১২০ টাকা।
    বল্টু: এই নিন ৬০ টাকা।
    ড্রাইভার: ভাই, বাকি টাকা?
    বল্টু: কেন? আমার সঙ্গে তো আপনিও এসেছেন। বাকিটা আপনি দেবেন।

অলংকরণ: আবদুল্লাহ মামুর
  • বর্ষার সময় এক ছেলে বৃষ্টিতে ভিজে এসে মাকে বলল, মা সাবান দাও, গোসল করব।
    মা: এই নে সাবান, ভালো করে কচলে কচলে গোসল করবি।
    একটু পর ছেলে এসে আবার মাকে বলে, মা, আরেকটা সাবান দাও!
    মা: কেন? তোকে না একটু আগেই সাবান দিলাম!
    ছেলে: ওটা কাদায় পড়ে গেছে, তাই ওটাকে ধুতে হবে!