কুর্মিটোলা শাহীন কলেজে ন্যাশনাল কার্নিভ্যাল

রাজধানীর বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় এমন উৎসব এবারই প্রথম। গত ২৫ থেকে ২৭ জুন প্রথম বিএএফএসকে ন্যাশনাল কার্নিভ্যাল উপলক্ষে কলেজ প্রাঙ্গণ সেজেছিল উৎসবের সাজে।

বিভিন্ন আয়োজন দিয়ে সাজানো হয়ছিল পুরো কার্নিভ্যাল। প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, অলিম্পিয়াড, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি, শর্টফিল্ম, গান, ডিজিটাল আর্টসহ আরও নানা কিছু। আমরা প্রতিটি মানুষ যেমন ভিন্ন, তেমনিভাবে আমাদের স্বপ্নগুলোও ভিন্ন। বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছিল পুরো উৎসব।

২৫ জুন উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মীর মাহমুদ হোসেন। তিনি বরাবরের মতোই বলেন, ‘শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম করলেই সর্বোপরি একজন ভালো মানুষ হবে।’ আয়োজনের দ্বিতীয় দিন উৎসবে উপস্থিত ছিলেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক। কথার জাদুতে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

শেষ দিন পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তিন দিনব্যাপী এই আয়োজন। আয়োজনটি সফল করতে কাজ করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার স্কুল ও কলেজের ১৫০ শিক্ষার্থী।

আয়োজনের ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।