তোতা পাখির উপদেশ

কিশোর আলো অক্টোবর ২০২৩ প্রচ্ছদ

এক ভদ্রলোকের একটা তোতা পাখি ছিল। তোতা পাখি রোজ তার মালিককে বলে, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে তিনটা উপদেশ দেব।

একদিন লোকটার মনে হলো ছেড়ে দিয়ে দেখি না কেন, পাখিটা কী উপদেশ দেয়। খাঁচার দরজা তিনি খুলে দিলেন।

পাখিটা বলল, আমার ১ নম্বর উপদেশ হলো কোনো ধন হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না। তারপর পাখিটা বাড়ির ছাদে গিয়ে বসল। বলল, আমার ২ নম্বর উপদেশ হলো শোনা কথার সবটা বিশ্বাস করবেন না।

ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, এসবই জানা কথা। আমি যা জানি না এমন কিছু বলো।

পাখি বলল, আমার পেটে দুটো হীরার টুকরা আছে।

ভদ্রলোক হায় হায় করতে লাগলেন। তোমার পেট কাটলেই দুটো হীরা পেয়ে যেতাম।

পাখিটা বলল, আপনি আমার উপদেশ কান দিয়ে শুনেছেন, মন দিয়ে শোনেননি। আপনাকে বলেছি, হারানো ধনের জন্য আফসোস করবেন না। দুই, শোনা কথার সবটা বিশ্বাস করবেন না।

এবার আমার ৩ নম্বর উপদেশ: শুধু কান দিয়ে শুনবেন না, মন দিয়ে শুনবেন।

কিশোর আলোর ১০ নম্বর জন্মদিন পার করলাম আমরা। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছি সবাই মিলে। কিশোর আলো বের করার উদ্দেশ্য হলো, তোমাদের এ কথা বলা যে তোমার পৃথিবী অনেক বড়। বড় স্বপ্ন দেখো। আর অনেক বড় হও।

প্রতি সংখ্যায় আমরা নানা কিছু প্রকাশ করি। আর আছে আমাদের কিশোর আলো ডট কম। আছে কিআ বুকক্লাব, ফটোগ্রাফি ক্লাব, আছে কিআড্ডা। সবকিছুতেই তোমাদের আমন্ত্রণ।

১০ম জন্মদিনে অনেক শুভেচ্ছা।