কানের ডাক্তার, এসি এবং অন্যান্য

অলংকরণ: আরাফাত করিম
  • এক রোগী এসেছেন ডাক্তারের চেম্বারে। তিনি তাঁর সমস্যা বলছেন—
    রোগী: ডাক্তার, আমি কম শুনি।
    ডাক্তার: বলেন তো ছয়!
    রোগী: নয়।
    ডাক্তার: বাহ্‌! আপনি তো কানে বেশি শোনেন।

  • হাসান: বাবলু, তোর গরম লাগলে তুই কী করিস?
    বাবলু: কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি।
    হাসান: তাতেও যদি তোর গরম না কমে?
    বাবলু: তখন এসি অন করি।

  • ১ম বন্ধু: গত পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেলি, এবার ফেল। ব্যাপারটা কী বল তো?
    ২য় বন্ধু: আর বলিস না, ইংরেজি পরীক্ষার দিন ভুলে পকেটে করে বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম।

অলংকরণ: আরাফাত করিম
  • ব্যবসায় উন্নতি করার উপায় শিখতে এক বন্ধুর কাছে এল রাতুল। বন্ধু প্রথম দিন রাতুলকে নিয়ে ছাদে গেল। তারপর বলল
    : ছাদের একদম ধারে গিয়ে দাঁড়াবে এবং আমি যখন বলব লাফ দাও, তখন লাফ দেবে
    : সে কী! তিনতলা থেকে লাফ দেব? আমি মারা যাব যে
    : শোন, ব্যবসায় উন্নতি করতে চাও তো
    : হ্যাঁ
    : এবং আমার ওপর বিশ্বাস আছে
    : হ্যাঁ
    : তাহলে লাফ দাও।
    রাতুল লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা, এক হাত ভেঙে মুমূর্ষু অবস্থায় পড়ে রইল। বন্ধু নিচে নেমে বলল, ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা, কাউকে বিশ্বাস করবে না।