তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। একদিন টিফিনে দোকান থেকে বিস্কুট কিনে স্কুলে ঢুকছি। এমন সময় এক ম্যাডাম আমাকে ডাক দিলেন—খাবার কিনতে দোকানে পাঠাবেন। তাঁর কাছে গেলাম আমি। আমার হাতে তখনো বিস্কুটের প্যাকেট। ম্যাডাম না হয়ে যদি কোনো বন্ধু হতো, তাহলে বিস্কুটের প্যাকেট নিয়ে তাঁর সামনে গেলে ভদ্রতা করে জিজ্ঞেস করতে হতো, সে খাবে কি না। কিন্তু আমি কী বোকা! ম্যাডামকেই বলে বসলাম, ‘ম্যাডাম বিস্কুট খাবেন?’ এ কথা নিয়ে আমার বন্ধুরা পরে আমাকে অনেক খেপিয়েছিল।