হারিয়ে গেলাম ছোট্ট শহরে

অলংকরণ: মুগ্ধ

ডিসেম্বর মাস। স্কুলের পরীক্ষা শেষে ছুটি কাটাতে গিয়েছিলাম কক্সবাজারে। ওখানে আমার খালার বাসা। খালা তখন নতুন বাসা নিয়েছেন কক্সবাজারে। একদিন বিচ থেকে বাসায় ফেরার সময় আমাদের গাড়ি থামল গলির সামনে। অনেক বেশি জ্যাম হওয়ায় গাড়ি নিয়ে বাসার সামনে যাওয়া যাচ্ছিল না। তাই আমরা সবাই ওখানে নেমে গেলাম। আমি আর আমার দুই কাজিন গাড়ি থেকে বেরিয়ে সবার আগে আগে হাঁটতে লাগলাম। কথা বলতে বলতে খেয়ালই করিনি যে আমরা অনেক দূরে চলে এসেছি। পেছনে ফিরে দেখি আমাদের পরিবারের কেউই নেই। একে তো নতুন জায়গা, তার ওপর কিছুই চিনি না। হারিয়ে গেলাম সেই ছোট্ট শহরে। ততক্ষণে পরিবারের সবাই বুঝে গিয়েছিল, আমরা হারিয়ে গিয়েছি। আমাদের একজনের কাছে ফোন ছিল। তারপর আমরা পরিবারকে ফোন করে অনেক কষ্টে বাড়ি খুঁজে পেলাম। কথায় আছে না, আগে গেলে বাঘে খায়, আমাদেরও ওই রকম অবস্থা। বাসায় গিয়ে কী হলো, তা আর বলতে চাই না। তোমরা বুঝে নিয়ো।