উচ্চতা, জেলখানা এবং অন্যান্য

  • পাঁচ ফুট লম্বা একটি ছেলে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কতটুকু লম্বা? ছেলে জবাব দিল, পাঁচ ফুট ১০ ইঞ্চি। ছেলের মা পাশেই বসে ছিলেন। তিনি ছেলেকে বললেন, চুপ করো বাপ, এটা ফেসবুক নয়।

  • চেয়ারম্যান: আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি, তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দেব।
    জনৈক ব্যক্তি: এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কীভাবে?
    চেয়ারম্যান: প্রথমে খাল করব তারপর ব্রিজ করব!

  • মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে।
    মা: হোমওয়ার্ক শেষ করেছ?
    মা: ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু।
    মা: দরজা-জানালাগুলো বন্ধ করেছ?
    মা: জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে।
    মা: শোনো, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।
    ছেলে: সত্যি?
    মা: না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কি না।

  • জেল অফিসার: জেলখানার ভেতর যারা আছে, তারা সবাই ভীষণ দুর্দান্ত চরিত্রের মানুষ। তুমি কন্ট্রোল করতে পারবে তো?
    চাকরিপ্রার্থী: পারব না মানে, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে বের করে দেব।

  • যদি বলো আকাশে চার বিলিয়ন তারা আছে, সবাই বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয় আপনার চেয়ারের রংটা এখনো শুকায়নি, তাহলে সবাই হাত দিয়ে দেখবে।