হোমওয়ার্ক, প্রোফাইল পিকচার এবং অন্যান্য

  • ম্যাডাম: রোকন, তুমি হোমওয়ার্ক আনোনি কেন?
    রোকন: ম্যাডাম আমি হোমওয়ার্ক করেছি। কিন্তু আমার কুকুর সেটা খেয়ে ফেলেছে!
    ম্যাডাম: টুটুল, তুমি কেন হোমওয়ার্ক করোনি?
    টুটুল: ম্যাডাম, আমি হোমওয়ার্ক করেছিলাম। এরপর সেটা খেয়ে ফেলেছি!
    ম্যাডাম: কিন্তু কেন! হোয়াই?
    টুটুল: কারণ, আমাদের বাসায় কুকুর নেই।

  • এক ছেলে স্পোর্টস সরঞ্জামের দোকানে গিয়ে বলছে:
    আমাকে একটা ব্যাডমিন্টন র‌্যাকেট দিন তো, যেটা দেখে আমার ছোট ভাই রাগে জ্বলে যাবে।
    দোকানি: একটু আগেই তোমার ছোট ভাই ওটা কিনে নিয়ে গেছে।

  • কমার্স কলেজের এক ছেলে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তার বন্ধুরা সবাই তাকে নিয়ে গেল ইমার্জেন্সিতে।
    ডাক্তার: ওনাকে এখনই মেডিকেলে ভর্তি করে নিতে হবে, কুইক।
    জনৈক বন্ধু: কিন্তু স্যার, আমরা তো কমার্স কলেজের স্টুডেন্ট।

  • : ভোটার আইডি ও ফেসবুক আইডির মধ্যে পার্থক্য কী?
    : ভোটার আইডিতে প্রোফাইল পিকচার পাল্টানো যায় না।

  • জাদুঘরে বেড়াতে গিয়ে বেখেয়ালেএকটা চেয়ার ভেঙে ফেলল পল্টু। হন্তদন্ত হয়ে ছুটে এল জাদুঘরের এক কর্মচারী, আরে করেছেন কী? জানেন এ চেয়ারটা ৪০০ বছরের পুরোনো!
    পল্টু: সরি, আমি ভেবেছিলাম।
    এটা নতুন!