বন্ধুত্ব ও স্মৃতি

অলংকরণ: রাকিব রাজ্জাক

দীপু নাম্বার টু চলচ্চিত্রের দীপুর মতো আমার কাছেও অষ্টম শ্রেণির বছরটি স্মরণীয় হয়ে থাকবে। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর (ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি) তোর সঙ্গে এক ক্লাসরুমে বসে ক্লাস করতে পারিনি। তারপর অষ্টম শ্রেণিতে এক সেকশনের ক্লাস। মাঝসারির তৃতীয় বেঞ্চে বসে দুষ্টুমি করা, তোর জন্য সিট রেখে দেওয়া, স্যারদের মজার মজার ক্যারিকেচার বানানো—এসব খুব মিস করব। আর কিছুদিন পরই তো নবম শ্রেণিতে উঠব। তুই চলে যাচ্ছিস ব্যবসায় শাখায়, আমি বিজ্ঞানে। এক বেঞ্চের দুই বান্ধবী দুই বিভাগের দুটি ভিন্ন রুমের, ভিন্ন বেঞ্চে বসে ভিন্ন টিচারের ক্লাস করব। আর কোনো দিন এক কক্ষে বসে ক্লাস করা হবে নাকি জানি না। আমরা নবম শ্রেণির দুটি ভিন্ন রুমে বসে ক্লাস করলেও অষ্টম শ্রেণির ২০৫ নম্বর রুমের মাঝসারির তৃতীয় বেঞ্চে মার্কার দিয়ে আমাদের দুজনের নাম কিন্তু সেদিনও লেখা থাকবে। তাই না?