<p>এখন আমার নাচের ক্লাস,<br>একটু পরেই গান।<br>একটু পরেই আসবে ঘরে<br>টিচার বাসার খান।</p><p>আমারও তো ইচ্ছে করে,<br>মাঠে গিয়ে খেলি।<br>প্রজাপতির মতোই রঙিন<br>পাখনা দুটো মেলি।</p><p>সারাটা দিন ঘরের ভেতর,<br>পাই না খোলা হাওয়া।<br>বড় হয়ে স্বাধীন হব,<br>এটাই আমার চাওয়া।</p>
<p>এখন আমার নাচের ক্লাস,<br>একটু পরেই গান।<br>একটু পরেই আসবে ঘরে<br>টিচার বাসার খান।</p><p>আমারও তো ইচ্ছে করে,<br>মাঠে গিয়ে খেলি।<br>প্রজাপতির মতোই রঙিন<br>পাখনা দুটো মেলি।</p><p>সারাটা দিন ঘরের ভেতর,<br>পাই না খোলা হাওয়া।<br>বড় হয়ে স্বাধীন হব,<br>এটাই আমার চাওয়া।</p>