ইচ্ছা

অলংকরণ: তুলি

ইচ্ছে করে ঘুরব দেশে দেশে
ইচ্ছে করে ঘুরব আমি প্রজাপতির বেশে।
ইচ্ছে করে পড়ালেখার শেষে
চলে যাব অনেক দূরে অলীক নিরুদ্দেশে।
ইচ্ছে করে সব দুঃখের করব সমাধান,
ইচ্ছে করে দেশের জন্য বিলিয়ে দেব জান।
ইচ্ছে করে এ দেশটাকে বদলে দেব পুরো
ইচ্ছে করে ছাড়িয়ে যাব হিমালয়ের চূড়ো।
ইচ্ছে করে দেশের হয়ে জিতব বিশ্বকাপ
ইচ্ছে করে দেশের জন্য বিপদে দিই ঝাঁপ।
ইচ্ছে আমার সকল ভালোয় থাকতে আমি রাজি
ইচ্ছে আমায় বানিয়ে দেবে সকল কাজের কাজি।